রাজ্য বিভাগে ফিরে যান

জয় অভিষেকের শ্যালিকার, আদালতের নির্দেশে কলকাতাতেই ED-র দপ্তরে হাজিরা দেবেন মেনকা

August 30, 2022 | < 1 min read

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকার আর্জির পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের সাড়া মিলল। কয়লা পাচার মামলায় কার্যত রক্ষাকবচ পেলেন মেনকা। কলকাতা হাইকোর্টের নির্দেশে মেনকা গম্ভীরকে কলকাতাতেই জেরা করতে হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটেকে। আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এমনই নির্দেশ দিয়েছেন।একই সঙ্গে হাইকোর্টের নির্দেশ, জেরা করা হলেও আপাতত মেনকার বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ করতে পারবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী সোমবার ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় ইডির কলকাতা অফিসে জেরার মুখোমুখি হবেন অভিষেকের শ্যালিকা।

মেনকার আর্জির পাল্টা ইডির আইনজীবী গোপনীয় নথির কথা বলে দাবি করেছিলেন, নথি কোনমতেই দিল্লি থেকে কলকাতা আনা যাবে না। আদালতের সাফ কথা, এই যুক্তি গ্রহণযোগ্য নয়। প্রসঙ্গত, কয়লাপাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের নাম আগেই জড়িয়েছিল। আজ ফের ইডির তাকে দিল্লিতে তলবও করেছিল। তার পরিপ্রেক্ষিতেই মেনকা আবেদন করেন। আদালত আগামী ৫ সেপ্টেম্বর ইডির কলকাতার দপ্তরে তাকে হাজিরার নির্দেশ দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#menoka gambhir, #abhishek banerjee, #Enforcement Directorate, #investigation

আরো দেখুন