রাজ্য বিভাগে ফিরে যান

বাড়ি-বাড়ি জল পৌঁছে দেওয়ার প্রকল্প নিয়ে বাংলার প্রশংসা কেন্দ্রের

August 30, 2022 | < 1 min read

কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের যুগ্ম সচিব ঢালাও প্রশংসা করলেন বাংলার ‘জলস্বপ্ন’ প্রকল্পের। এই প্রকল্পে এখনও পর্যন্ত ৪৬ লক্ষের বেশি বাড়িতে জল সংযোগ পৌঁছেছে। সম্প্রতি রাজ্যের এই প্রকল্পে খুশি হয়ে কেন্দ্র বাংলাকে এক হাজার কোটি টাকাও দিয়েছে।
মঙ্গলবার এই ‘জলস্বপ্ন’ প্রকল্প নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরেপ এক উচ্চপর্যায়ের বৈঠক হয়। বৈঠকে প্রতিটি জেলার জেলাশাসকদের পাশাপাশি উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের আধিকারিকরাও। এই বৈঠকে উপস্থিত থেকে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের যুগ্ম সচিব এদিন রাজ্যের প্রশংসা করেন। শুধু তাই নয়, প্রকল্পের সার্টিফিকেসনের কাজ কি ভাবে দ্রুত শেষ করা যায় সেই পরামর্শও দেন তিনি।


নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মুখ্যসচিব এদিন বৈঠকে ডিসেম্বরের মধ্যেই প্রতিটি স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে জলের লাইন পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেন। প্রসঙ্গত, সোমবার প্রকাশিত হওয়া ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রেকর্ড অনুযায়ী, দেশের অন্যান্য শহরের তুলনায় গুরুতর অপরাধের হার সবথেকে কম কলকাতায়।এনসিআরবি রেকর্ড জানিয়েছে, প্রতি লাখ জনসংখ্যা্ অনুযায়ী, গুরুতর অপরাধের ক্ষেত্রে কলকাতার অপরাধের হার মাত্র ৯২.৬। সেখানে দিল্লিতে অপরাধের হার ১৭৭১.৭, যা কলকাতার থেকে ১৯ গুণেরও বেশি। এর পরে এদিন মোদী সরকারের এক শীর্ষস্থানীয় আমলার বাংলার ‘জলস্বপ্ন’ প্রকল্প নিয়ে ঢালাও সার্টিফিকেট দেওয়ায় খুশির হাওয়া নবান্নে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #drinking water, #jalshakti

আরো দেখুন