দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

কড়া নাড়চ্ছে বিশ্বকর্মা পুজো, দেদার বিকোচ্ছে ‘মা-মাটি-মানুষ’ ঘুড়ি

September 4, 2022 | < 1 min read

দরজায় কড়া নাড়চ্ছে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো মানেই আকাশ ঢাকবে নানা রঙের ঘুড়িতে। আকাশের দিকে তাকালেই শুধু ঘুড়ির ঝাঁক। কিছু কিছু জায়গায় আবার ঘুড়ি লড়াইও হয়। বছরের এই সময়টাতে বাজারে ঘুড়ির চাহিদাও থাকা ভাল। এবার ঘুড়ির বাজার মাতাচ্ছে ‘মা-মাটি-মানুষ’ ঘুড়ি। হাওড়ার জগাছায় দেদার বিকোচ্ছে এই ঘুড়ি।

মন্দার বাজারেও ‘মা-মাটি-মানুষ’ ঘুড়ি বিক্রেতাদের লাভের মুখ দেখাচ্ছে। বিশ্বকর্মা পুজোর আগে হাওড়ার জগাছার চড়ক ডাঙা এলাকায় ‘মা মাটি মানুষ’ ঘুড়ির চাহিদা গগনচুম্বী। স্থানীয় বাসিন্দা জয়দেব দের ঘুড়ির দোকান রয়েছে, তিনি নিজে ঘুড়ি তৈরিও করেন। জয়দেববাবুর দোকানে ঢুকলেই হরেক রকমের ঘুড়ির দেখা মেলে। নানান ধরণের ঘুড়ির মধ্যেই মা মাটি মানুষ ঘুড়ি ক্রেতাদের মনে বিশেষ জায়গা করে নিচ্ছে।

বিশেষ ধরণের এই ঘুড়ির একদিকে রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অন্যদিকে থাকছে তৃণমূলের ঘাসফুল প্রতীক। নীচের দিকে লেখা থাকছে ‘মা মাটি মানুষ’। ঘুড়ি বিক্রেতা জয়দেববাবু জানিয়েছেন, এ বছর তৃণমূলের মা মাটি মানুষ ঘুড়ির চাহিদা সর্বাধিক। তিনি জানিয়েছে, প্রায় দেড় হাজারের মতো মা মাটি মানুষ ঘুড়ি বানিয়েছিলেন তিনি। ইতিমধ্যে সবই বিক্রি হয়ে গিয়েছে। এখনও মা মাটি মানুষ ঘুড়ির চাহিদা লক্ষ্য করছেন বলেই জানাচ্ছেন তিনি।

প্রসঙ্গত, বিশ্বকর্মা পুজো মানেই ঘুড়ির উৎসব। সেই আবেগ উন্মাদনা এখন অনেকটাই ম্লান। তবুও এখনও কেউ কেউ ঐতিহ্য বজায় রাখতে বা নিছক নেশায় ঘুড়ি কেনেন। ঘুড়ির বিক্রেতারাও বিশ্বকর্মা পুজোর দিকে তাকিয়ে থাকেন। বিক্রেতারা বলছেন, এবার অভিনব ‘মা মাটি মানুষ’ ঘুড়ি অনেকেই কিনছেন।​

TwitterFacebookWhatsAppEmailShare

#Kite, #ma mati manush

আরো দেখুন