খেলা বিভাগে ফিরে যান

আজ ভারত-পাক যুদ্ধে কেমন হতে পারে ভারতীয় একাদশ?​

September 4, 2022 | < 1 min read

পরপর জমজমাট রবিবার, গত রবিবারের মতোই আজ ফের একবার ভারত-পাক দ্বৈরথ দেখার জন্যে মুখিয়ে আছে ক্রিকেটপ্রেমীরা। চোটের জেরে ভারতীয় শিবিরে নেই রবীন্দ্র জাদেজা। জ্বরে ভুগছেন পেসার আবেশ খান। রবিবাসরীয় পাক যুদ্ধে হয়ত তিনি থাকছেন না। আজকের ম্যাচে কেমন হতে চলেছে ভারতীয় একাদশ?

পাক বধ করেই চলতি এশিয়া কাপ (Asia Cup 2022) অভিযান শুরু করেছিল ভারত। আজ আবারও মুখোমুখি দুই প্রতিপক্ষ। ভারত বনাম পাকিস্তান লড়াই, টানাটান উত্তেজনায় দুই দেশের পাশাপাশি গোটা ক্রিকেট দুনিয়া। সুপার ফোরের যুদ্ধের চেয়েও ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের কপালে এখন টিমের চোট-আঘাত নিয়ে চিন্তার ভাঁজ। ভারতীয় দলের প্রথম একাদশ কেমন হতে পারে? জাদেজার পরিবর্তে কে আসবেন? আবেশ না খেলতে পারলে দ্রাবিড়কে কম্বিনেশন বদল করতে হবে।

আবেশের পরিবর্ত হিসেবে অন্য কারও নাম এখনও ঘোষণা করা হয়নি। ফলত কম্বিনেশন বদল অনিবার্য। ওপেন করবেন রাহুল-রোহিত, তিন নম্বরে কোহলির সূর্যকুমার আসতে পারেন। তারপর নামতে পারেন ঋষভ পন্থ(Rishabh Pant)। জাদেজা নেই, ভারতীয় ব্যাটিং লাইনআপে আর কেউ বাঁহাতি থাকছেন না। ছয় নম্বরে খেলবেন হার্দিক, সাত নম্বারে দীনেশ কার্তিক বা দীপক হুডার মধ্যে কেউ একজন নামতে পারেন। পেস বোলিংয়ের দায়িত্ব সামলাবেন ভুবনেশ্বর কুমার এবং অর্শদীপ সিং। যুজবেন্দ্র চাহালের সঙ্গে হয়ত আজও দ্বিতীয় স্পিনার থাকবে ভারতীয় একাদশে। অশ্বিন (Ravichandran Ashwin) বা অক্ষর প্যাটেলের খেলার সম্ভাবনা থাকছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Asia Cup 2022, #Rohit Sharma, #Virat Kohli, #Rishabh Pant, #KL Rahul, #ravichandran ashwin

আরো দেখুন