রাজ্য বিভাগে ফিরে যান

পুজোয় পর্যটক মুখরিত হওয়ার আশায় দীঘায় দ্বিগুণ বাস নামাচ্ছে SBSTC

September 8, 2022 | < 1 min read

করোনা কাটিয়ে ফের চেনা ছন্দে ফিরছে এবারের পুজো। পুজো উপলক্ষ্যে টানা ১১ দিনের ছুটি রয়েছে এবার। ফলে আশা করা হচ্ছে, আবারও মানুষ ভ্রমণমুখী হবেন। পুজোর সময় পর্যটকরা ভিড় জমাতে পারেন দীঘায়। সেই কারণেই পর্যটকদের সুবিধার্থে এসবিএসটিসি দীঘা যাতায়াতের জন্যে সরকারি বাস পরিষেবা দ্বিগুণ করতে চলেছে। পুজোর সময় পরিবহণ সংস্থার আয়ও বাড়বে। দীঘা-মন্দারমণিতে জোরকদমে বুকিং শুরু হয়েছে। হোটেল মালিকরা আশাবাদী, আগামী এক সপ্তাহের মধ্যেই অর্ধেকের বেশি বুকিং হয়ে যাবে। সেই কারণেই পর্যাপ্ত সংখ্যক বাস নামাচ্ছে এসবিএসটিসি।

সড়কপথে সরকারি বাসের সংখ্যা বাড়ানো হলে পর্যটকদের সুবিধা হবে, পাশাপাশি বেশি সংখ্যক বাস চললে এসবিএসটিসিও লাভের মুখ দেখবে। এখন দীঘা ডিপো থেকে দৈনিক ৩০টি এসবিএসটিসি বাস চলাচল করে। আগে সংখ্যাটা ছিল ৫০-৫২। কিন্তু দীঘা ডিপো থেকে অনেক বাস তুলে গতবছর চালু হওয়া বহরমপুর, মানবাজার ও বান্দোয়ানের তিনটি এসবিএসটিসি ডিপোতে পাঠানো হয়েছিল। তবে এবার জানা যাচ্ছে, পুজোর সময় দক্ষিণবঙ্গের বিভিন্ন ডিপো থেকে বাস এনে দীঘা থেকে চালানো হবে। অন্তত ৬০টি বাস চালানো হবে বলে জানা গিয়েছে। ঝাড়গ্রাম, আরামবাগ, বিষ্ণুপুরসহ বিভিন্ন ডিপোর বাস এনে দীঘা থেকে চালানো হবে। এসবিএসটিসির পুজোর সময় বাস বেশি সংখ্যায় বাস চালানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দীঘার হোটেল মালিক সংগঠনগুলি। তাদের মতে, এর ফলে পর্যটকদের সুবিধা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bus service, #SBSTC, #Digha

আরো দেখুন