রাজ্য বিভাগে ফিরে যান

বিধাননগর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার বাগুইআটি জোড়া খুনের মূল অভিযুক্ত

September 9, 2022 | < 1 min read

বিধাননগর পুলিশের তৎপরতায় বাগুইআটি জোড়া খুন (Baguiati Murder Case) কাণ্ডের মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী গ্রেপ্তার। ৯ সেপ্টেম্বর সকালে হাওড়া স্টেশন চত্বর থেকে সত্যেন্দ্রকে গ্রেপ্তার করে পুলিশ। ট্রেন ধরে ভিনরাজ্যে পালানোর পরিকল্পনা করেছিল অভিযুক্ত। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই পুলিশের স্পেশাল টিম হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছিল।

প্রসঙ্গত, গত ২২ আগস্ট বাগুইআটি হিন্দু বিদ্যাপীঠের দশম শ্রেণির দুই ছাত্র অতনু দে এবং অভিষেক নস্করকে গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছিল। যে গাড়িতে এই হত্যাকাণ্ড ঘটেছে, সেটিকে আটক করা হয়েছে। ওই দিন থেকেই নিখোঁজ ছিলেন দুজন। দুদিন পর ২৪ আগস্ট বাগুইআটি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। মুক্তিপণের দাবিতে মৃত অতনু দের বাবার ফোনে অজানা নম্বর থেকে একাধিকবার মেসেজ আসে।

গত মঙ্গলবার অতনু এবং অভিষেকের দেহ উদ্ধার হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পুলিশকে পদক্ষেপ করার নির্দেশ দেন। বাগুইআটি থানার আইসিকে সাসপেন্ড করা হয়। ঘটনার তদন্তভার নেয় সিআইডি (CID)। এরপর আজ জোড়া খুন কাণ্ডের মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী গ্রেপ্তার হল।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #CID, #Baguiati Murder Case, #Satyendra Chowdhury

আরো দেখুন