দেশ বিভাগে ফিরে যান

মনমোহনের তুলনায় মোদীর জমানায় ইডি’র তদন্ত পুরোপুরি একমুখী, লক্ষ্য শুধু বিরোধীরাই

September 24, 2022 | < 1 min read

বিরোধীরা লাগাতার অভিযোগ করে আসছিল। এবার একটি সর্বভারতীয় সংবাদপত্রের ‘অন্তর্তদন্তমূলক প্রতিবেদনে’ উঠে এল একই চিত্র- মোদীর জমানায় ইডি-সিবিআই’র তদন্ত পুরোপুরি একমুখী।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মনমোহন সিংহের (manmohan singh) ১০ বছরে সব রাজনৈতিক দল মিলিয়ে সংখ্যাটি ছিল ২৬। নরেন্দ্র মোদীর (Narendra Modi) আট বছরের প্রধানমন্ত্রীত্বে শুধু কংগ্রেসেরই ২৪ জন নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) (Enforcement Directorate)। সব দল মিলিয়ে সংখ্যাটি ১২১। তাৎপর্যপূর্ণ ভাবে সেই তালিকায় নেই শাসক দল বিজেপির এক জনও!

প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি’র নিশানায় পড়া নেতাদের মধ্যে ৯৫ শতাংশই বিরোধী দলগুলির। বাকি পাঁচ শতাংশের মধ্যে রয়েছে নির্দল এবং এডিএমকে, পিডিপি, সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির মতো বিজেপি’র প্রাক্তন ও বর্তমান কিছু সহযোগী দলের কম গুরুত্বপূর্ণ নেতারা। অন্য দিকে, সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শরদ পা‍ওয়ার, পিনরাই বিজয়ন, ফারুক আবদুল্লার মতো বিরোধী শিবিরের প্রথম সারির নেতাদের নিশানা করেছে ইডি।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউপিএ সরকারের আমলে ইডির তদন্তের মুখে পড়েছিলেন কংগ্রেসের পাঁচ জন। অশোক চহ্বাণ, সুরেশ কালমাডী, নবীন জিন্দল, পবনকুমার বনশল এবং বিজয় দারদা। এ ছাড়া সহযোগী ডিএমকের চার, তৃণমূলের সাত নেতাও ছিলেন সেই তালিকায়। বিজেপির তিন নেতাও সেই তালিকায় ছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Modi, #Narendra Modi, #Enforcement Directorate, #Manmohan Singh

আরো দেখুন