থিমের ভাবনায় দক্ষিণকে চ্যালেঞ্জ দিতে প্রস্তুত উত্তরের টালা পার্ক প্রত্যয়
September 26, 2022 | < 1min read
টালা পার্ক প্রত্যয়ের (Tala park Prottoy) দুর্গাপুজো এই বছর পড়ল ৯৭-এ পা দিল। রীতি দ্য মোশন- এটাই এ বছর টালা পার্ক প্রত্যয়ের থিম। ২০১৯ সাল থেকে থিমের পুজো করছে এই ক্লাব। অভিনবত্ব দিয়ে চমক সৃষ্টি দর্শকদের মধ্যেকরে চলেছে দর্শকদের মধ্যে। এই থিম ফুটিয়ে তুলেছেন শিল্পী সুশান্ত পাল।
প্রসঙ্গত, আড়াই মাস আগে তালা প্রত্যয়ের মণ্ডপে কাজ শুরু হয়েছে । কাজ চলেছে এক নাগাড়ে, বৃষ্টি বাদল, কাঠ ফাটা রোদ্দুর উপেক্ষা করে। পুজো মণ্ডপের বাইরের দিকটা সাজিয়ে তোলা হয়েছে আয়রন বেস এবং তার সঙ্গে বেশ কিছু অপটিক্যাল ফাইবার এর শিট ব্যবহার করে । অভিনবত্ব রয়েছে মণ্ডপের ভিতরেও, এবং প্রতিমায়।