রাজ্য বিভাগে ফিরে যান

১১ ডিসেম্বর হবে টেটের লিখিত পরীক্ষা, পুজোর আগেই বিজ্ঞপ্তি, শূণ্যপদ ১১ হাজার

September 26, 2022 | < 1 min read

সোমবার দুপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই টেট হবে। তিনি জানিয়েছিলেন, পর্ষদের সঙ্গে শিক্ষা দপ্তরের বৈঠকের পরই টেটের দিন স্থির করা হবে। সেই মতো সোমবার বিকেলেই টেট পরীক্ষার তারিখ ঘোষণা করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।


এদিন বিকেলে সাংবাদিক সম্মেলন করে পর্ষদের তরফে জানিয়ে দে‍ওয়া হয়, প্রাথমিক শিক্ষক নিয়োগের পরবর্তী পরীক্ষা অর্থাৎ টেট হবে ১১ ডিসেম্বর। মোট ১১ হাজার শূন্যপদের জন্য পরীক্ষা নেওয়া হবে। পুজোর আগেই বিজ্ঞপ্তি জারি হবে। গোটা প্রক্রিয়া হবে অনলাইনে। কালীপুজোর পর থেকে শুরু হয়ে যাবে রেজিস্ট্রেশন। পুজোর মুখে পর্ষদের এই ঘোষণায় খুশি চাকরিপ্রার্থীরা।
সাংবাদিক সম্মেলনে পর্ষদ চেয়ারম্যান গৌতম পাল জানান, এ বার থেকে প্রতি বছর নতুন করে টেট পরীক্ষা হবে। সেই অনুযায়ী ১১ ডিসেম্বর পরীক্ষার আয়োজন করা হল।


দিন দুই আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির বৈঠক হয়। সেখানেই জানানো হয়েছিল, আগামী ডিসেম্বরের মধ্যে নতুন করে প্রাথমিক শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা বা টেট নেওয়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #TET, #december, #tet exams., #written exam

আরো দেখুন