দেশ বিভাগে ফিরে যান

মোদী-শাহের গুজরাতে ভোটের আগে উদ্ধার ৩১৭ কোটি টাকার জাল নোট!

October 7, 2022 | < 1 min read

গুজরাতে এগিয়ে আসছে রাজ্য বিধানসভা নির্বাচন। ঠিক তার আগেই মোদী-শাহের রাজ্যের সুরাট থেকে উদ্ধার হল ৩১৭ কোটি টাকার জাল নোট। জানা যাচ্ছে, আমেদাবাদ-মুম্বই হাইওয়েতে পারদি গ্রামের কাছে ডিকরি এডুকেশন ট্রাস্টের একটি অ্যাম্বুলেন্স আটকে তল্লাশি চালায় সুরাট পুলিশ। সেখানে জাল নোট ভরতি ছ’টি বাক্স উদ্ধার করে তারা, যার মূল্য প্রায় ২৫ কোটি টাকা।

আটক হওয়া অ্যাম্বুলেন্সের চালক হিতেশ পরশোত্তম ভাই কোটিয়া জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি থেকে আরও ৫২ কোটি টাকার জাল নোট উদ্ধার করা হয়। এখনও পর্যন্ত যা জাল নোট মিলেছে, তার পরিমান ৩১৬ কোটি ৯৮ লক্ষ টাকা ।

হিতেশের বাড়িতে ১৯টি বাক্স থেকে যে জাল নোট উদ্ধার করা হয়েছে, সেগুলিতে আসল টাকার ১৭টি শনাক্তকরণ চিহ্নের মধ্যে শুধুমাত্র ১৪টিই মিলেছে, জানিয়েছেন জামনগরের ডিএসপি প্রেমসুখ দেলু। এই বিপুল জাল নোট কোথায় ছাপা হচ্ছে এবং কোন চ‌্যানেলে বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Gujarat Police, #Fake currency, #Narendra Modi, #Amit shah, #gujarat, #Fake notes, #Gujarat election

আরো দেখুন