অনলাইনে ওষুধ বিক্রিতে লাগাম! নয়া আইন আনছে মোদী সরকার

অনলাইনে ওষুধ বিক্রির কারবারে নিয়ন্ত্রণ আনতে চাইছে মোদী সরকার (Modi Govt)। এবার থেকে আর লাইসেন্স ছাড়া অনলাইনে ওষুধ বিক্রি করা যাবে না। ‘নিউ ড্রাগস, মেডিক্যাল ডিভাইস অ্যান্ড কসমেটিস বিল ২০২২’ আনতে চলেছে মোদী সরকার। ওয়াকিবহাল মহলের ধারণা, নতুন বছরের শুরুতেই নয়া বিধি লাগু হতে পারে। ভারতে অনলাইনের মাধ্যমে প্রায় লক্ষ কোটি টাকারও বেশি টাকার ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতির ব্যবসা চলে। সেই ব্যবসার উপর নজরদারি চালাতেই অজস্র নয়া নিয়ম চালু করতে চলেছে মোদী সরকার। এক কথায়, মোদী সরকার দেশের অনিয়ন্ত্রিত চিকিৎসা সরঞ্জামের ব্যবসার উপর কড়া নিয়ন্ত্রণ আনছে।
২০১৯ সালের হিসেব বলছে, ভারতে অনলাইনে ওষুধ (online medicine) ব্যবসার পরিমাণ প্রায় ৪ হাজার কোটি টাকার উপর। বিশেষজ্ঞ মহলের অনুমান, ২০২৫ সালের এই ব্যবসার পরিমাণ ৩৬ হাজার কোটি টাকারও বেশি অঙ্কে গিয়ে দাঁড়াবে। ওষুধের ক্ষেত্রে যেমন ড্রাগ ল্যাবরেটরি আছে, ঠিক তেমনই দেশজুড়ে মেডিক্যাল ডিভাইস বা চিকিৎসা যন্ত্রের ল্যাবরেটরি করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ল্যাবরেটরির সঙ্গে সঙ্গে স্টেট ল্যাবরেটরিও তৈরি করা হবে। স্টেট ল্যাবরেটরিগুলিতে থার্মোমিটার, সুগার, ব্লাড প্রেশার মাপার মেশিনসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জামের গুণমান পরীক্ষা করা হবে। মেডিক্যাল ডিভাইস টেস্টিং অফিসার নিয়োগ করতে হবে। নয়া বিধিতেও ড্রাগ লাইসেন্স থাকা ওষুধ ব্যবসায়ীরা আগের মতো ওষুধের পাশাপাশি থার্মোমিটার, সুগার, ব্লাড প্রেশার মাপার মেশিন, চিকিৎসার বিভিন্ন যন্ত্রপাতি বিক্রি করতে পারবেন। যারা কেবল চিকিৎসা যন্ত্র বিক্রি করবেন, তাদের কিন্তু নতুন করে লাইসেন্স নিতে হবে।
চলতি বছরের ৮ জুলাই মোদী সরকার নয়া বিধি সংক্রান্ত নির্দেশ প্রকাশ করে। খসড়া বিধিকে লাগু করার আগে ৪৫ দিন পাইলট রান চালানোর কথা বলা হয়েছিল। উৎসবের মরশুম শুরু হয়ে যাওয়ায় সেই সময়সীমা অতিক্রান্ত হয়েছে। মনে করা হচ্ছে, ছুটি পরেই নয়া বিধি চালু করা হবে। খসড়া বিধিতে বলা হয়েছে, ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা যেকোনও সময়ে পুলিশের সাহায্য নিতে পারবেন। পুলিশও তাঁদের সহায়তা করতে বাধ্য থাকবে। আইন যারা মানবেন না, তাদের সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা জরিমানা ও যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। অন্যদিকে, সরকারি আধিকারিকরা অকারণে যদি কোনও দোকানদারকে হেনস্তা করেন, সেক্ষেত্রে আধিকারিকদের ৩০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।