যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে সরব বিজেপিরই সাংসদ
October 15, 2022 | < 1min read
উত্তর প্রদেশে তরাই এলাকার জেলা গোণ্ডায় বিভিন্ন এলাকা বর্তমানে বানভাসি। সেই বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের গাফিলতি নিয়ে খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করলেন কাইজারগঞ্জের বিজেপি সাংসদ বৃজভূষণ শরণ সিংহ।
উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী দুর্গতদের দ্রুত সাহায্যের নির্দেশ দিলেও প্রত্যেকদিন প্রশাসনের অব্যবস্থার কথা সামনে আসছে। ত্রাণের কাজে গাফিলতিতে বেজায় চটেছেন ব্রিজভূষণ। কটাক্ষের সুরে সাংসদ বলেছেন, ‘এখন তো কথা বলাও বন্ধ হয়ে গিয়েছে। শুধু শুনতে হবে। মুখ খুললে বিদ্রোহীর তকমা দেওয়া হবে।’
এবার @MamataOfficial-র চালু করা এরাজ্যের অতি জনপ্রিয় ‘দুয়ারে সরকার’ প্রকল্পের ধাঁচে পাঞ্জাবে তা চালু করার সিদ্ধান্ত নিলেন আপ সরকারের মুখ্যমন্ত্রী @BhagwantMann