দেশ বিভাগে ফিরে যান

উপনির্বাচনের আগে তেলেঙ্গানায় বিজেপি নেত্রীর গাড়ি থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার

October 19, 2022 | < 1 min read

তেলেঙ্গানার বিজেপি নেত্রীর গাড়ি থেকে উদ্ধার হল এক কোটি টাকা। কে.চন্দ্রশেখর রাও শাসিত রাজ্যে পুলিশের নিয়মিত তল্লাশির সময়ই এই টাকার হদিশ মিলেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সংবাদ সংস্থা জানিয়েছে, ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার (Telangana) নালগোন্ডা এলাকায়। জানা গিয়েছে, চেলমেডা চেক পোস্টে অন্যান্য দিনের মতোই তল্লাশি চালাচ্ছিলেন। সেই সময় একটি টাটা সাফারি গাড়ি করে যাচ্ছিলেন ওই বিজেপি (BJP) নেত্রীর স্বামী সোপ্পারি ভেনু। গাড়ির পেছন থেকে টাকার ব্যাগটি উদ্ধার করে পুলিশ। গাড়িটি বিজেপি নেত্রীর নামে রেজিস্টার করানো।

জিজ্ঞাসাবাদের সময় ভেনু জানান, প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা জি বিবেক ভেঙ্কটাস্বামীর নির্দেশে এই ব্যাগটি নিয়ে যাচ্ছিলেন। টাকার ব্যাগটি বাজেয়াপ্ত করে পুলিশ। তার পর স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়। বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। যাতে এর উৎস খোঁজার কাজ করা যায়।

আগামী ৩ নভেম্বর তেলেঙ্গানার মুনুগোড়ে কেন্দ্রে উপনির্বাচন। স্থানীয় বিধায়ক কোমাটিরেড্ডি রাজাগোপাল কয়েক মাস আগেই কংগ্রেস (Congress)ছেড়ে বিজেপি যোগ দেন। সেই কারণেই এই উপনির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, উদ্ধার হওয়া এই টাকা উপনির্বাচনে ভোট কেনার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Telangana Police

আরো দেখুন