দেশ বিভাগে ফিরে যান

ফটোশ্যুটের জন্যে নকল ক্লাস রুমে মোদী? উত্তাল সমাজ মাধ্যম

October 20, 2022 | < 1 min read

দোরগোড়ায় গুজরাত বিধানসভা নির্বাচন। সেই উপলক্ষ্যে ইতিমধ্যে নিজ রাজ্যে যাতায়াত বাড়িয়েছেন মোদী। কল্পতরু হয়ে বরাদ্দও করছেন মোটা অঙ্কের টাকা। বুধবার গুজরাত সফরে গিয়ে গান্ধীনগরে মিশন স্কুল অফ এক্সিলেন্সের সূচনা করেন মোদী। একটি সরকারি স্কুলে যান, শ্রেণীকক্ষে পড়ুয়াদের সঙ্গে একবেঞ্চে বসে সময় কাটান। সেই ছবি প্রকাশ্যে আসতেই উত্তাল সমাজ মাধ্যম। নেটিজেনদের দাবি, ফটোশ্যুটের জন্যে নকল ক্লাস রুমে বসেছেন মোদী।

সমাজ মাধ্যমে লেখা হচ্ছে, মোদী সত্যিকারের শ্রেণী কক্ষেও যেতে পারলেন না? নেটিজেনদের দাবি, মোদীর ফটোশ্যুটের জন্যে নকল ক্লাস রুম তৈরি করা হয়েছে। কেউ কেউ লিখছেন, ওই ক্লাস রুমের জানলাগুলি নাকি নকল। আবার দেওয়ালের কোনা থেকে ঝুলতে থাকা ইলেকট্রিক তারকেও কটাক্ষ করছেন একদল নেট-নাগরিক। ক্লাস রুমের দেওয়ালগুলিকেও শ্যুটিং সেটের দেওয়ালও বলছেন কেউ কেউ। ক্লাসে মাত্র পাঁচ জন পড়ুয়া থাকা নিয়েও কটাক্ষ করছেন কেউ কেউ। এক কথায়, সমাজ মাধ্যমের দাবি গুজরাত নির্বাচনের প্রচারের আলোয় থাকতেই নাকি মোদী স্টুডিওকে ক্লাস রুম বানিয়েছেন।

তবে সমাজ মাধ্যমের প্রচারি এই সব ছবির সত্যাসত্য যাচাই করে দেখেনি দৃষ্টিভঙ্গি।

TwitterFacebookWhatsAppEmailShare

#PM Modi, #Gujarat election, #Fake classroom, #Fake school, #Photoshoot, #Narendra Modi

আরো দেখুন