খেলা বিভাগে ফিরে যান

এক স্বপ্নউড়ানের নাম মিয়া ভুতা

October 25, 2022 | 2 min read

পিটসবার্গ ইস্পাতের জন্যে বিখ্যাত, কিন্তু খুব শীঘ্রই এক ১৬ বছর বয়সী কিশোরীর নামে পরিচিতি পেতে চলেছে পিটসবার্গ। এক স্বপ্ন উড়ানের নাম মিয়া এলিজাবেথ ভুতা, তিনি পেনসিলভেনিয়ার মাউন্ট লেবানন, পিটসবার্গে থাকেন। ইতিমধ্যেই প্রথম ভারতীয় বংশোদ্ভূত ফুটবল খেলোয়াড় হিসেবে মিয়া বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করে নজির গড়ে ফেলেছেন। চলতি বছর ভারতে আয়োজিত ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপে (FIFA U17 World Cup) মার্কিন মুলুকের জার্সিতে মাঠে নেমেছিলেন এই মিডফিল্ডার।

মিয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছে, তাঁর বাবার জন্ম ভারতের গুজরাতে। মিয়ার বাবার বয়স যখন ১৬, তাখন তাঁর উচ্চ শিক্ষার তাগিদে এবং টেনিসের টানে আমেরিকায় চলে গিয়েছিল তাঁদের পরিবার। সেই পিতৃভূমি ভারতের বিরুদ্ধেই অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপে মাঠে নেমেছেন মিয়া। মার্কিন মেয়েদের দল ভারতের বিরুদ্ধে ৮-০ গোলে জিতেছে। ম্যাচের ৬২তম মিনিটে মিয়া আমেরিকার হয়ে অষ্টম তথা শেষ গোলটি করেন। বাঁ পায়ের দূরপাল্লা শর্ট ছিল চোখ ধাঁধানো। সেই সঙ্গেই ইতিহাস গড়েন তিনি। প্রথম কোনও ইন্দো-আমেরিকান খেলোয়াড় বিশ্বকাপের কোনও ম্যাচে গোল করল। গোলটি নিজের দাদাকে উৎসর্গ করেন মিয়া। সেই সঙ্গেই জানান, তাঁর দাদা হাসপাতালে চিকিৎসাধীন। প্রসঙ্গত, মিয়ার দাদার বাইপাস সার্জারির হয়েছে। সেই কারণেই বোনের খেলা দেখতে মাঠে আসতে পারেননি। দাদার অনুপস্থিতিকেও ঢেকে দিয়েছেন বোন। গোলটি উৎসর্গ করে বুঝিয়ে দিলেন শারীরিকভাবে না থেকেও তাঁর দাদা, তাঁর সঙ্গেই ছিলেন। অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপে আমেরিকার গ্ৰুপ লিগের ম্যাচগুলিতেও চমৎকার খেলেছেন মিয়া। ব্রাজিলের সঙ্গে ড্র হোক বা কোয়েটার ফাইনালে নাইজেরিয়ার সঙ্গে ড্র; প্রতি ম্যাচেই অনবদ্য ১৬ বছরের অগ্নি স্ফুলিঙ্গ।

ভারতের প্রসঙ্গে মিয়ার (Mia Bhuta) মত, ফুটবলে ভারতের প্রভূত সম্ভাবনা রয়েছে। এদেশে অনেক প্রতিভা রয়েছে, সে কথা নিজে মুখেই বলেছেন মিয়া। তাঁর কথায়, বিশ্বকে ভারতীয় ফুটবলে বিনিয়োগ করতে হবে, ভারতের মেয়েদের বিশ্বাস করতে হবে, তাঁদের সফল হওয়ার সুযোগ দিতে হবে। বর্তমানে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরিকল্পনা করেছেন। লেখাপড়াকেই অগ্রাধিকার দিচ্ছেন তিনি, এখনই পেশাদার ফুটবলার হওয়ার কোনও পরিকল্পনা নেই তাঁর। পঠনপাঠনেই মনোনিবেশ করবেন তিনি। মিয়া লিওনেল মেসি এবং এফসি বার্সেলোনার ভক্ত। তিনি জানান, মেসিই তাঁর অনুপ্রেরণা। তবে আপাতত বুট, বল আর তিনকাঠির লড়াই থেকে অনেক দূরে খাতা-বইতে মন দেবেন মিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

#Fifa U-17 World Cup, #Mia Bhuta, #FIFA U17 World Cup

আরো দেখুন