অসুস্থ NCP সুপ্রিমো শরদ পাওয়ার, ভর্তি করা হল মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডিতে
October 31, 2022 | < 1min read
অসুস্থ NCP সুপ্রিম শরদ পাওয়ার (Sharad Pawar)। তাঁকে সোমবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে । জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় রবিবার রাত থেকেই। সোমবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে শারীরিক পরীক্ষার পর আগামী ২ নভেম্বর তাঁকে ছুটি দিয়ে দেওয়া বলেও জানা যাচ্ছে।
প্রসঙ্গত, কিছুদিন আগে, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোট শিবিরের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সব দলেরই প্রথম পছন্দ ছিলেন শরদ পাওয়ার। কিন্তু, শেষ পর্যন্ত তিনি এই লড়াইতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন।
এবার @MamataOfficial-র চালু করা এরাজ্যের অতি জনপ্রিয় ‘দুয়ারে সরকার’ প্রকল্পের ধাঁচে পাঞ্জাবে তা চালু করার সিদ্ধান্ত নিলেন আপ সরকারের মুখ্যমন্ত্রী @BhagwantMann