স্বাস্থ্য বিভাগে ফিরে যান

কেন GYM করতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ? কী বলছেন চিকিৎসক

November 11, 2022 | < 1 min read

সিদ্ধার্থ শুক্লা, রাজু শ্রীবাস্তবের পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশীর। সংবাদ সংস্থা সূত্রে খবর জিমে শরীরচর্চা করতে করতে আচমকাই লুটিয়ে পড়েন ‘কিঁউ রিস্তো মে খট্টি বট্টি’, ‘জিদ্দি দিল’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করা ৪৬ বছর বয়সী সিদ্ধান্ত। কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পঁয়তাল্লিশ মিনিট ধরে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন চিকিৎসকরা কিন্তু সেই চেষ্টা সফল হয়নি।

কিছুদিন আগেই জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব, তারও আগে জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন বিগ বস বিজেতা সিদ্ধার্থ শুক্লা। আবার সলমন খানের ‘বডি ডাবল’ সাগর পাণ্ডের জিম করতে গিয়েই মৃত্যু হয়। জিম করতে গিয়ে একের পর এক ব্যক্তির হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা চিন্তায় ফেলছে শরীরচর্চা প্রশিক্ষকদের।

কেন বার বার জিম করতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ? শুনে নিন কী বলছেন বিশিষ্ট চিকিৎসক।

TwitterFacebookWhatsAppEmailShare

#Daktarer Drishtibhongi, #Dr Satyajit Bose, #Cardiac Arrest, #Cardiothoracic, #Cardiothoracic Surgeon

আরো দেখুন