কলকাতা বিভাগে ফিরে যান

শিশু দিবসে সেরা Google Doodle-এর শিরোপা পেল কলকাতার শ্লোক মুখার্জি

November 14, 2022 | < 1 min read

আজ সোমবার ১৪ নভেম্বর হল শিশুদিবস। আজ Google ২০২২ ডুডলের প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা করেছে। এই বছর, কলকাতার শ্লোক মুখার্জী ‘কেন্দ্রের মঞ্চে ভারত’ শিরোনামের অনুপ্রেরণামূলক ডুডলের জন্য ভারতের জন্য বিজয়ী ঘোষিত হয়েছে । শ্লোকের ডুডলও ১৪ নভেম্বর (সোমবার) Google.co.in-এ প্রদর্শিত হচ্ছে।

তার ডুডল শেয়ার করে, শ্লোক লিখেছেন, “আগামী ২৫ বছরে, আমার ভারতে বিজ্ঞানীরা মানবতার উন্নতির জন্য তাদের নিজস্ব পরিবেশ-বান্ধব রোবট তৈরি করবে। ভারত পৃথিবী থেকে মহাকাশে নিয়মিত আন্তঃগ্যালাক্টিক ভ্রমণ করবে। ভারত যোগ এবং আয়ুর্বেদে আরও উন্নতি করবে, এবং আগামী বছরগুলিতে আরও শক্তিশালী হবে।”


https://www.google.com/doodles/doodle-for-google-2022-india-winner


“আগামী ২৫ বছরে, আমার ভারত হবে…” থিমের প্রতি সাড়া দিয়ে এই বছরের প্রতিযোগিতাটি ভারতের ১০০টিরও বেশি শহর থেকে ১ থেকে ১০ শ্রেণী পর্যন্ত শিশুদের কাছ থেকে ১১৫,০০০টিরও বেশি এন্ট্রি পেয়েছে। বিচারক প্যানেলে অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক এবং টিভি ব্যক্তিত্ব নীনা গুপ্তা, টিঙ্কেল কমিকসের প্রধান সম্পাদক কুরিয়াকোস ভাইসিয়ান, ইউটিউব ক্রিয়েটরস স্লেয়পয়েন্ট এবং শিল্পী ও উদ্যোক্তা আলিকা ভাট Google ডুডল টিমের সাথে অন্তর্ভুক্ত ছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Google, #Google doodle, #shlok mukherjee, #happy childrens day

আরো দেখুন