রাজ্য বিভাগে ফিরে যান

আরও নামল পারদ, চলতি মরশুমের শীতলতম দিন আজ

November 24, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: istock

কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি। হিসেবমত, বৃহস্পতিবার কলকাতায় চলতি মরশুমের শীতলতম দিন আজ। উত্তুরে হাওয়ায় দাপট ইঙ্গিত দিচ্ছে আরও নামবে পারদ। কলকাতায় আজ প্রধানত পরিষ্কার আকাশ থাকবে। শীতের আমেজ থাকছে। চলতি মরশুমে এর আগে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াসে।

আগামী কয়েকদিন ভালোই শীতের আমেজ থাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গে। তবে সপ্তাহের শেষে শীতের আমেজ বাড়বে রাজ্য জুড়ে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় শীতের প্রভাব বেশি থাকতে পারে। তবে আলিপুর বাধ্য দপ্তরের পূর্বাভাসে কোন সম্ভাবনা নেই বৃষ্টির ।

TwitterFacebookWhatsAppEmailShare

#winter in kolkata, #Winter Tips, #Winter, #Weather Update, #Winter season, #winter in bengal

আরো দেখুন