বাইনোকুলারে Beer! ভেস্তে গেল ফুটবলপ্রেমীর গলা ভেজানোর বন্দোবস্ত
নাআআআ… দূরবীনের বিয়ার রাখবেন না…! না না না…। বাইশের বিশ্বকাপের (World Cup 2022) আসর বসেছে কাতারে, সে দেশে নিয়মের গেরোয় প্রাণ ওষ্ঠাগত দর্শকদের। কাতারে মদ্যপান আইনত দন্ডনীয় অপরাধ। স্টেডিয়ামে বিয়ার? নেহি চলেগা। বিশ্বকাপ চলাকালীন স্টেডিয়ামে বিয়ারের বিক্রির উপর কার্ফু জারি করেছে ফিফা। যা নিয়ে না খুশ বিশ্বকাপ দেখতে আসা ফুটবলপ্রেমীরা। স্পনসর সংস্থাও রেগে আগুন, সুর নাকোচ নিয়ে বেশ জল থুরি বিয়ারঘোলা হচ্ছে। এমতাবস্থায়, লুকিয়ে বিয়ার (Beer) নিয়ে স্টেডিয়ামে গিয়ে সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গেলেন এক ফুটবল ফ্যান। ওই ফুটবল ভক্তের উদ্ভাবনী শক্তি লা জবাব। অভিনব কায়দায় বিয়ার লুকিয়ে স্টেডিয়ামে প্রায় ঢুকে পড়েছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি।
মঙ্গলবার মেক্সিকো বনাম পোল্যান্ড ম্যাচ চলাকালীন দোহার স্টেডিয়ামে ঘটনাটি ঘটে, বাইনোকুলার হাতে স্টেডিয়ামে প্রবেশ করেন এক ব্যক্তি। ভিডিও দেখে মনে হয়েছে, তিনি মেক্সিকোর সমর্থক। নিরাপত্তাকর্মীদের প্রশ্নের উত্তরে ওই ব্যক্তি সাফ জানান খেলা দেখার জন্যই তিনি বাইনোকুলার সঙ্গে এনেছেন। যদিও তার আচরণে সন্দেহে উদয় হয়, নিরাপত্তাকর্মীরা বাইনোকুলারের (binoculars) লেন্স খুলে পরীক্ষা করতে চান। বাইনোকুলারের প্রথম লেন্সটি স্বাভাবিক হলেও, দ্বিতীয় লেন্সের ভিতরে ছিল তরল। বিপদ বুঝে তরলকে হ্যান্ড স্যানিটাইজার বলেও চালানোর চেষ্টা করেন ওই ব্যক্তি। কিন্তু কোনও কাজ হয়নি, স্টেডিয়ামে ঢোকার ভিসা পাননি ওই সমর্থক। কিন্তু বিয়ার প্রেম অক্ষত রাখতে তার অভিনব পরিকল্পনাটি ভাইরাল হয়ে গিয়েছে।