খেলা বিভাগে ফিরে যান

হাড্ডাহাড্ডি লড়াই জাপানের, তিন পয়েন্ট ঘরে তুলল কোস্টেরিকা

November 27, 2022 | < 1 min read

রবিবারের বিশ্বযুদ্ধে আহমেদ বিন আলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল জাপান, কোস্টেরিকা। সবাইকে চমকে দিয়ে চারবারের বিশ্বজয়ী জার্মানিকে হারিয়ে কাতার বিশ্বকাপে দুরন্ত শুরু করেছে জাপান। দ্বিতীয় ম্যাচে কোস্টিরিকার বিরুদ্ধে নেমেছে হাজিমি মোরিইয়াসুর ছেলেরা। হাড্ডাহাড্ডি লড়াই করেও ডোয়ান, কামাডা, সোমা, উয়েডারা জয়ের ধারা অব্যাহত রাখতে পারলেন না। খেলার সর্বশেষ ফলাফল ১-০।

ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউই গোলের মুখ খুলতে পারেনি। জাপান একটি কর্নার পেলেও সুবিধা তৈরি করতে পারেনি। প্রথমার্ধের খেলার ফল গোলশূন্য। প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে কোস্টারিকা জাপানের চেয়ে এগিয়ে রয়েছে। প্রথম ম্যাচে স্পেনের বিরুদ্ধে ৭ গোল হজম করার পর দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরতে মরিয়া কোস্টারিকা। আজ অনেকটাই সংঘবদ্ধ ফুটবল খেলছেন ক্যাম্পবেল, টোরেস, কন্ট্রিরাসরা। দুই তরফের মধ্যে সমানে সমানে লড়াই চলেছে। অবশেষে ম্যাচের ৮১ মিনিটে গোলের মুখ খুলল কোস্টারিকা। কেয়শির ফুলারের গোলে ১-০ এগিয়ে গেল কোস্টেরিকা। লুইস ফার্নান্ডেজ সুরারেজের ছেলেরা তিন পয়েন্ট ঘরে তুলে, টিকে থাকল নক আউটের লড়াইয়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Football, #Japan, #FIFA World Cup 2022, #Qatar World Cup 2022, #Fifa Qatar world cup 2022, #Costa Rica

আরো দেখুন