খেলা বিভাগে ফিরে যান

কাতারে পোঁছেই সমুদ্র সৈকত গরম করলেন এমবাপের বান্ধবী, দেখুন ছবি

November 28, 2022 | 3 min read

ফুটবলের পাশাপাশি, ফুটবলারদের জীবন নিয়েও ফুটবল অনুরাগীদের উৎসাহ উদ্দীপনার ঘাটতি নেই। চলতি কাতার বিশ্বকাপে নানা দলে বহু তরুণ খেলোয়াড় এসেছে। অনেকেই তাদের মধ্যে ব্যাচেলার, তাদের মধ্যে অন্যতম এমবাপে। রাশিয়া বিশ্বকাপ তাঁকে ফুটবলপ্রেমীদের হৃদয়ের নায়ক বানিয়েছিল। কাতারেও তিনি পরাক্রমে এগোচ্ছেন, ইতিমধ্যেই তিন তিনটি গোল দিয়ে ফেলেছেন কিলিয়ান এমবাপে। কিন্তু এমবাপের জীবনের খবর কি রাখে ফুটবল দুনিয়ার করবারিরা? জিদানের দেশের তরুণ খেলোয়াড়টির প্রেম জীবন নিয়ে কিছুদিন ধরেই নানা জল্পনা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, বেশ কয়েকমাস ধরেই ট্রান্সজেন্ডার মডেল ইনেস রাউকে ডেট করেছেন এমবাপে।

ট্রান্সজেন্ডার মডেল ইনেস রাউয়ের সঙ্গে কয়েকমাস ধরেই সম্পর্কে রয়েছেন ফরাসি ফুটবলার। বিখ্যাত মডেল, নিজের শরীরি উষ্ণতায় ভক্তদের কাবু করেন, দেখে নিন তাঁর কিছু ছবি।

মডেল ইনেস রাউ, ছবি সৌজন্যেঃ ইনেস রাউ/ ইন্সটাগ্রাম

এমবাপে এবং ইনেস রাউ, কয়েক মাস আগেই ডেটিং শুরু করেছেন বলে জানা গিয়েছে। চলতি বছরের কান চলচ্চিত্র উত্‍সবেও তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। যেখানে তারা একটি ইয়টে সময় কাটিয়েছেন। সে সময়ের কিছু ছবি মডেল অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। হাতের মুঠোয় স্তনযুগল, সমুদ্রতীরে সেক্সি অ্যাবস ফ্লন্টস করছিলেন ইনেস রাউ, যা ঘুম কেড়েছিল নেটদুনিয়ার।

যদিও এমবাপে এবং ইনেস রাউ (Ines Rau) কেউই এই বিষয়ে প্রকাশ্যে কিছুই বলেননি।

মডেল ইনেস রাউ, ছবি সৌজন্যেঃ ইনেস রাউ/ ইন্সটাগ্রাম

ইনেস রাউ, প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে প্রথম ট্রান্সজেন্ডার মডেল হওয়ার জন্য বিখ্যাত। ১৯৯০ সালে প্যারিসের আলজেরিয়ায় তার জন্ম। মাত্র ১৬ বছর বয়সে তিনি লিঙ্গ পরিবর্তনের জন্য অস্ত্রোপচার করান। ২৪ বছর বয়সে সেকথা প্রকাশ্যে জানান ইনেস।

মডেল ইনেস রাউ, ছবি সৌজন্যেঃ ইনেস রাউ/ ইন্সটাগ্রাম

২০১৭ সালের নভেম্বরে, প্লেবয় ম্যাগাজিন ইনেস রাউ-এর একটি ছবি টুইট করে লেখে, একজন মহিলা হওয়া মানে শুধু একজন মহিলা হওয়া।

মডেল ইনেস রাউ, ছবি সৌজন্যেঃ ইনেস রাউ/ ইন্সটাগ্রাম

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, প্লেবয় ম্যাগাজিনের কভারে ইনেস রাউকে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন কুপার হেফনার। আমজনতার লিঙ্গ সম্পর্কিত মনোভাবের পরিবর্তনের জন্যে জনসাধারণকে বার্তা দিতে এমনটা করা হয়েছিল।

মডেল ইনেস রাউ, ছবি সৌজন্যেঃ ইনেস রাউ/ ইন্সটাগ্রাম

২০১৮ সালে, ইনেস রাউ-এর আত্মজীবনী প্রকাশিত হয়েছিল। পুরুষ থেকে নারীতে রূপান্তরের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, তিনি অনুভব করছেন যে তার আত্মা অবশেষে মুক্ত হয়েছে, যে তালাটি তাকে এতদিন আটকে রেখেছিল তা খুলে গেছে। এবার তিনি সম্পূর্ণ একজন নারী।

মডেল ইনেস রাউ, ছবি সৌজন্যেঃ ইনেস রাউ/ ইন্সটাগ্রাম

ইনেস এখন ফ্যাশন জগতের একটি জনপ্রিয় মুখ এবং তাকে নিয়মিত ফ্যাশন ডিজাইনারদের জন্য র‌্যাম্পে হাঁটতে দেখা যায়। এলজিবিটিকিউ প্লাসদের অধিকারের দাবিতেও তিনি সরব।

মডেল ইনেস রাউ, ছবি সৌজন্যেঃ ইনেস রাউ/ ইন্সটাগ্রাম

ইনস্টাগ্রাম পোস্টে মডেল অভিনেত্রী রীতিমতো ঝড় তোলেন। বিকিনিতে প্রায় হট পোজ দিয়ে ওয়াশবোর্ড অ্যাবস ফ্লন্টস করে। ইনেস রাউয়ের বেশিরভাগ ছবিই সমুদ্রের তীরে, ছুটি উপভোগ করার। এখন দেখার কবে নিজেদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এমবাপে।

মডেল ইনেস রাউ, ছবি সৌজন্যেঃ ইনেস রাউ/ ইন্সটাগ্রাম
TwitterFacebookWhatsAppEmailShare

#Ines Rau, #Kylian Mbappé, #Sexy photos

আরো দেখুন