রাজ্য বিভাগে ফিরে যান

চলতি মরসুমে আজ শীতলতম দিন, আগামী কদিন এরকম থাকবে আবহাওয়া

December 3, 2022 | < 1 min read

চলতি মরসুমে আজ শনিবার আপাতত শীতলতম দিন, জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। এক ধাক্কায় অনেকটাই নেমেছে শহরের তাপমাত্রা। প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমে শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা হয়ে দাঁড়িয়েছে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিন থেকে চারদিন এরকমই তাপমাত্রা বজায় থাকবে বলে জানা যাচ্ছে। কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

শনিবার রাজ্যের পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা অনেকটাই কমেছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা কমে ১১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সন্ধ্যার পর থেকেই শীতের আমেজ বাড়তে শুরু করবে বলে। একইসঙ্গে আগামী দিনে আরও তাপমাত্রা কমতে পারে বলেজানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Winter, #weather forcast

আরো দেখুন