খেলা বিভাগে ফিরে যান

কেমন খেলবেন এমবাপে, হ্যারি কেনরা, নক আউট পর্যায়ে আজ মুখোমুখি কারা?

December 4, 2022 | < 1 min read

নক আউট পর্যায়ের প্রথমদিনে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা জয় পেয়ে পরবর্তী রাউন্ডে চলে গিয়েছে। নক আউট পর্বের দ্বিতীয় দিনে আজ মাঠে নামছে ফ্রান্স, পোল্যান্ড, ইংল্যান্ড ও সেনেগাল।

ফ্রান্স বনাম পোল্যান্ড

ফ্রান্স চলতি বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। গ্ৰুপ পর্বের প্রথম দুই ম্যাচে ডেনমার্ক ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেয়েছিল এমবাপেরা। অন্যদিকে গ্ৰুপ পর্বে একটি জয় ও একটি ম্যাচে ড্র করে নক আউটে উঠে এসেছে পোলিশরা। আজ তারা কেমন খেলে সেটাই দেখার।

দৃষ্টিভঙ্গির বাছাই ফ্রান্স।

খেলা দেখা যাবে ভারতীয় সময় রাত ৮:৩০

ইংল্যান্ড বনাম সেনেগাল

কাতার বিশ্বকাপে এখনও হারের মুখ দেখেনি ইংল্যান্ড। গ্ৰুপ বি-র লড়াইয়ে দুই ম্যাচে জিতে ও এক ম্যাচ ড্র করে গ্ৰুপ শীর্ষে থেকেই ফাইনালে উঠেছে ইংল্যান্ড। অন্যদিকে সেনেগাল দুটি ম্যাচে জয় পেয়েছিল। আজ মুখোমুখি হবে দুই দল।

দৃষ্টিভঙ্গির বাছাই ইংল্যান্ড।

খেলা দেখা যাবে ভারতীয় সময় রাত ১২:৩০

TwitterFacebookWhatsAppEmailShare

#England, #france, #FIFA World Cup 2022, #Poland, #Senegal

আরো দেখুন