রাজ্য বিভাগে ফিরে যান

আসানসোলে শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু অন্তত তিনজনের, আহত বহু

December 14, 2022 | < 1 min read

আসানসোলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত তিনজনের। গুরুতর জখম অবস্থায় ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ কমিশনারের দাবি, এই অনুষ্ঠানের কোনও অনুমতি ছিল না। তার পরেও কিভাবে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হল তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডে ছিল ধর্মীয় অনুষ্ঠান শিবচর্চা ও কম্বল বিতরণ। ওই অনুষ্ঠানে মূল অতিথি ছিলেন শুভেন্দু অধিকারী। নামে ধর্মীয় অনুষ্ঠান হলেও সেথানে হাজির ছিলেন জেলার শীর্ষস্তরের বিজেপি নেতারা। সেখানে প্রায় ৫ হাজার কম্বল বিতরণের কথা ছিল। কিন্তু প্রতীকীভাবে ৩-৪টি কম্বল বিলি করে মঞ্চ থেকে নেমে যান শুভেন্দু অধিকারী। দলীয় কার্যালয়ে বৈঠকে চলে যান তিনি। এরপরই কম্বল পাওয়া যাবে না এই আশঙ্কায় হুড়োহুড়ি পড়ে যায়। চরম বিশৃঙ্খলা তৈরি হয়। জেরেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় অন্তত তিনজনের।

জানা গিয়েছে, প্রায় পাঁচ হাজার মানুষের সমাগম হয়েছিল। শুভেন্দু চলে যাওয়ার পরেই কম্বল নেওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হয়। তার পরেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

TwitterFacebookWhatsAppEmailShare

#asansol, #suvendu adhikari

আরো দেখুন