বিনোদন বিভাগে ফিরে যান

বিপন্ন বাক স্বাধীনতা! চলচ্চিত্র উৎসবের মঞ্চে মোদীকেই নিশানা অমিতাভের?

December 16, 2022 | < 1 min read

বলিউডের বাদশা আগেই এক হাত নিয়ে নিয়েছে গেরুয়া ট্রোলদের। এবার ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে সেন্সরশিপ এবনং বর্তমান সময়ের বাক স্বাধীনতা নিয়ে সরব হলেন ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন। প্রতিনিয়ত বলিউডি ছবি বয়কটের ট্রেন্ড হচ্ছে। তাই হয়ত শেষ পর্যন্ত তিনি মুখ খুললেন, এবং বললেন, এখন বাক স্বাধীনতাও বিপন্ন।

এদিন অমিতাভ রাশ টেনে আনেন ব্রিটিশদের চালু করা সেন্সরশিপের। এই প্রসঙ্গে বলতে গিয়ে বিগ বি বলেন, ‘১৯৫২ সালে সিনেমাটোগ্রাফার’স আইন সেন্সরশিপের কাঠামো নির্দিষ্ট করে দিয়েছিল। আজ ফিল্ম সার্টিফিকেশন বোর্ড তা বহাল রেখেছে। কিন্তু এখনও নাগরিক অধিকার, বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলা হয়। আমি নিশ্চিত যে মঞ্চে বসে থাকা সহকর্মীরাও এব্যাপারে সহমত হবেন।’

স্বাভাবিকভাবেই গেরুয়া শিবিরের প্রতিনিধিরা মুখ লোকাতে ব্যস্ত হয়েছে , কেউ আবার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন এই বলে যে অমিতাভের এই বক্তব্য নাকি বাংলাকে নিয়েই। তবে বর্ষীয়ান সুপারস্টারের এহেন মন্তব্য, বাংলায় দাঁড়িয়ে, সেই দিনে যেদিন শাহরুখের সিনেমা বয়কটের ট্রেন্ড চলছে, স্বাভাবিক ভাবেই গেরুয়া শিবিরে কম্পন ধরিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#amitabh bachchan, #Bollywood, #kiff 2022

আরো দেখুন