দেশ বিভাগে ফিরে যান

মাস্ক পরা বাধ্যতামূলক! করোনার চতুর্থ ঢেউ রুখতে জেনে নিন নয়া নিয়ম

December 23, 2022 | < 1 min read

চীনে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। আশঙ্কা করা হচ্ছে, যে কোনও সময় ভারতেও ছড়িয়ে পড়তে পারে করোনাভাইরাসের নতুন উপরূপ ‘বিএফ.৭’। বিষয়টি পর্যালোচনা করার জন্য বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী।

এই পরিস্থিতিতে দেশবাসীকে কেন্দ্রের পক্ষ থেকে কতকগুলি সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়েছে

সেগুলি হল

  • রাজ্যগুলিকে করোনা পরীক্ষা বাড়ানোর পরামর্শ
  • জিনোম সিকোয়েন্সিংয়ে জোর
  • নির্দিষ্ট দূরত্ববিধি মেনে চলা, মাস্ক এবং নিয়মিত স্যানিটাইজার ব্যবহার

ইতিমধ্যেই কেন্দ্র এ ব্যাপারে রাজ্যকে চিঠি দিয়ে সতর্ক করেছে। রাজ্যও এ বিষয়ে অতিসক্রিয় হয়েছে।

এছাড়া করোনা বাড়বাড়ন্ত ঠেকাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যে ইতিমধ্যে জোর তৎপরতা শুরু হয়ে গেছে।

করোনা পরীক্ষার ল্যাবরেটরিগুলিকে জিনোম সিকোয়েন্সিংয়ের উপর জোর দেওয়ার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশ দিয়েছে। এছাড়াও কোভিড পরীক্ষার ল্যাবরেটরিগুলিকে বেশ কয়েকটি হাসপাতালের সঙ্গে যুক্ত করা হয়েছে। যাকে ‘ডিপো সেন্টার’ বলা হয়। এই ডিপো সেন্টারে জমা নমুনা নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে হবে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য কলকাতার স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন (এসটিএম) বিভাগে।

রাজ্যের ল্যাবগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, গত ১ মাসে যাদের শরীরে করোনা ধরা পড়েছে, তাঁদের সিটি ভ্যালু যা-ই হোক না কেন, নমুনা আগামী সোমবারের মধ্যে সংশ্লিষ্ট ‘ডিপো সেন্টার’-এ পাঠাতে হবে। এখান থেকে সব নমুনা এসটিএমে পৌঁছে দিতে হবে। আরও বলা হয়েছে, কোনও ল্যাবে ৫ জনের শরীরে কোভিড ধরা পড়লেই ডিপো সেন্টারে পাঠাতে হবে তাঁদের নমুনা। আর ১ মাসের মধ্যে সংখ্যাটা যদি ৫ জনের কম হয়, তা হলে তা পাঠাতে হবে মাসের শেষে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Mamata Banerjee, #PM Narendra Modi, #Covid 19 India, #COVID-19 Sub Variant BF.7

আরো দেখুন