শীতে গরম সমাজমাধ্যম, চিনে নিন বাংলার উর্ফি জাভেদকে

বিতর্কের অপর নাম বিগবস ওটিটি খ্যাত মডেল অভিনেত্রী উর্ফি জাভেদ (Urfi Javed)। তিনি বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন তাঁর বোল্ড পোশাকের জন্য। সেইরকমই সোশ্যাল মিডিয়ার সেনসেশন হয়ে দাঁড়িয়েছেন উঠতি মডেল, লাস্যময়ী নারী একা ঘোষ। অভিনব ফ্যাশন সেন্স-এর জন্য তাঁকেও বারেবারে বিতর্কের সম্মুখীন হতে হচ্ছে।
এই নব্য তরুনী তাঁর সম্পূর্ণ ভিন্ন আঙ্গীকের পোশাকে একের পর এক বোমা ফাটিয়ে চলেছেন নেটপাড়ায়। সেই ছবিগুলি শীতকাতুরে নেটিজেনদের ঘুম ছোটানোর পক্ষে যথেষ্ট। কখনও জবা ফুল, কখনও জবা পাতা, কখনও কচু পাতায় ঢাকা শরীরী প্রদর্শনীর মোহময়ী রূপের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
একনজরে দেখে নিন সেই ছবি
‘একা’ যখন সান্তা

কলাপাতা অভিনব সাজে

সানি লিওনের স্টাইলে ব্যাগ পরিহিত অভিনব পোশাকে

সজনে পাতায় বক্ষ যুগল ও গোপানাঙ্গ ঢেকে অভিনব সাজে

পান পাতায় অভিনব সাজে

কচু পাতার সাজে

জবা পাতার সাজে

পেঁপে পাতার সাজে

রাইস চেনের আলোর সাজে

তালপাতায় অভিনব সাজে

জবা ফুলের সাজে

ঘুড়ির সাজে
