বছরের শুরুতেই সঙ্গীতজগতে ইন্দ্রপতন, চলে গেলেন সুমিত্রা সেন
January 3, 2023 | < 1min read
প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। গত ২১ ডিসেম্বর দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শিল্পীকে সঙ্কটজনক অবস্থায় ভর্তি করা হয়। দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।
গতকাল হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তাঁর ব্রঙ্কোনিউমোনিয়া ধরা পড়ে। বাড়িতেই শিল্পীর চিকিৎসা চালানোর কথা ভেবেছিলেন তাঁর পরিবার।
কিন্তু শেষ রক্ষা হল না। আজ ভোর প্রয়াত শিল্পীর কন্যা সঙ্গীত শিল্পী শ্রাবণী সেন সমাজ মাধ্যমে জানান, তাঁর মা মারা গিয়েছেন।