বিনোদন বিভাগে ফিরে যান

‘আমি বাংলায় গান গাই’ কোরিয়ানদের কন্ঠে বাংলা গানে মুগ্ধ আপামর বাঙালি

January 12, 2023 | < 1 min read

বাংলা ভাষা সুদীর্ঘ যাত্রাপথ অতিক্রম করেছে। বাংলা ভাষায় গান, কবিতা, সাহিত্য চর্চা সারা বিশ্বে সমাদৃত। এমন কিছু বিদেশীরা রয়েছে যারা বাংলা গান শুনতে ভালোবাসেন। কখনওবা কোনও বিদেশির কণ্ঠে আধো আধো বাংলা শুনে গর্ব বোধ করেন বাঙালিরা।

এবার আরও একবার সেই বাংলা গান শোনা গেল অন্য দেশে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড ‘ই সাং’ এর কন্ঠে ‘আমি বাংলায় গান গাই’। যা শুনে মুগ্ধ আপামর বাঙালি। এই ব্যান্ডের গান প্রশংসা কুড়োচ্ছেন নেটিজেনদের। দেখে নিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই গানটি

প্রসঙ্গত, ‘আমি বাংলায় গান গাই’ গানটি ১৯৯৪ সালে তৈরি করা হয়েছিল। গানটির লেখক, সুরকার এবং গীতিকার প্রতুল মুখোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#E- SUNG, #Korean music Concert, #Ami Banglai Gan Gai

আরো দেখুন