বিশ্বাস করতে পারিনি সত্যি খবর- স্রষ্টা সুজন দাশগুপ্তর মৃত্যুতে ‘একেন’ অনির্বান
January 18, 2023 | < 1min read
আগামী ২৪ তারিখ স্রষ্টার সঙ্গে দেখা হওয়ার কথা ছিল ‘একেনবাবু’ অনির্বান চক্রবর্তীর। আজ হঠাৎ সুজন দাশগুপ্তের প্রয়াণের খবর পাওয়া মাত্রই শোকে বিহ্বল হয়ে পড়লেন পর্দার ‘একেন’। তিনি বলেন, “আমি সত্যিই বুঝতে পারছি না।’’ তিনি দৃষ্টিভঙ্গিকে আর কী কী বললেন শুনুন..