দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

হুগলির পর্যটন মানচিত্রে নয়া সংযোজন শ্রীরামকৃষ্ণের মায়ের নামে ইকো ট্যুরিজম পার্ক

January 22, 2023 | < 1 min read

হুগলির গোঘাটের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের দারিয়াপুর গ্রামে শ্রীরামকৃষ্ণের মা চন্দ্রমনি দেবীর নামে তৈরি হয়েছে ইকো ট্যুরিজম পার্ক। রাজ্যের পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে ১০০ বিঘা জমির উপর গড়ে তোলা হয়েছে চন্দ্রমনি ইকো ট্যুরিজম পার্ক। ঠাকুরের স্মৃতি বিজড়িত নানান জায়গায় বিপুল ভক্ত সমাগম হয়, সে কথা মাথায় রেখেই এমন উদ্যোগ নিয়েছিল কামারপুকুর পঞ্চায়েত। ধীরে ধীরে আজ সে পরিকল্পনা বাস্তবায়নের পথে। কামারপুকুর বাসস্ট্যান্ড থেকে পার্কটির দূরত্ব প্রায় তিন কিলোমিটার।

জানা গিয়েছে, পার্কের মধ্যে তিনটি মাটির কটেজ রয়েছে। একটি পাকা কটেজও আছে। ইকো ট্যুরিজম পার্কের ক্যান্টিন মহিলারা চালান। পার্কের মধ্যে তিনখানা পুকুর রয়েছে, সেখানে মাছ চাষ করা হচ্ছে। এছাড়াও বাগানে সবজি ও ফুল চাষ করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#eco tourism park hooghly

আরো দেখুন