ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী। মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ এই কম্পন অনুভূত হয় NCR এলাকায়। জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৮। এই কম্পের এপিসেন্টার নেপাল (Nepal Earthquake)। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। বেশিরভাগ মানুষ বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। উঁচু ভবনগুলিতে কম্পন বেশি মাত্রায় অনুভূত হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পের রেশ ছিল প্রায় ২৫ সেকেন্ড। প্রসঙ্গত, ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজধানী । রিখটার স্কেলে তখন কম্পনের মাত্রা ছিল প্রায় ৬.৩।