কলকাতা বিভাগে ফিরে যান

ভোর থেকেই ভিড় কলকাতার নানান প্রেক্ষাগৃহে, “পাঠান” উন্মাদনায় মাতল শহর

January 25, 2023 | < 1 min read

২৫ জানুয়ারি ভোরবেলা থেকেই দক্ষিণ কলকাতার হাজরা মোড়ের কাছে বসুশ্রীর সামনে শাহরুখ ফ্যান ক্লাবের সদস্যদের ভিড়। ভিড় সিঙ্গল স্ক্রিন যুক্ত মেনকা, নবীন, অজন্তা, প্রাচী, প্রিয়া, এমনকি নিউ এম্পায়ারের সামনেও। শাহরুখ খানের কাটআউট-এ মালা।

উদ্দীপনা দেখার মতো। অন্যদিকে ২৩ জানুয়ারি মধ্যরাত অবধি শুধু মাত্র তিনটি মাল্টিপ্লেক্স চেনে ‘পাঠান’-এর ৪.১৯ লক্ষ টিকিট বিক্রি হয়েছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। অনেকে মনে করছেন এই সংখ্যা কেজিএফ টু-এর হিন্দি মার্কেটকেও ছাপিয়ে যাবে। আনুমানিক ৫.২৫ থেকে ৫.৫০ লক্ষ টিকিট বিক্রি হবে বলে মনে করা হচ্ছে।

কিছুদিন আগে, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে মনের কথা জানিয়ে যান শাহরুখ। তাতে শহরের মানুষের মন জয় করেন তিনি। এরপর ছবি ব্যান করা নিয়ে বিতর্ক, ‘বেশরম রঙ’ নিয়ে ফতোয়া ইত্যাদি বলিউডের বাদশার জনপ্রিয়তা বাড়িয়েছে বই কমেনি। আজ ‘পাঠান ‘-এর রিলিজের সময় সেই উন্মাদনা প্রমান করে দিচ্ছে, বাদশার সিংহাসন এখনও টলমলে হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Shahrukh Khan, #pathan

আরো দেখুন