রাজ্য বিভাগে ফিরে যান

সরস্বতী পুজোয় কেমন থাকবে শীত? জানাল আবহাওয়া দপ্তর

January 25, 2023 | < 1 min read

রাত পোহালেই সরস্বতী পুজো। এবার বাঙালির ভ্যালেন্টাইন্স ডে-তে আরও বাড়বে উষ্ণতা, এমনটাই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আরও বাড়ল তাপমাত্রা। ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকল কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে ঘন কুয়াশার চাদরে ঢেকে ছিল। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে অনেকটাই উন্নতি হচ্ছে দৃশ্যমানতা।

মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৪ ডিগ্রি বেশি।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৪/৫ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাতেও তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়বে।

উত্তরবঙ্গে আগামী ৩ দিন একই রকম আবহাওয়া থাকবে । তারপর থেকে পরবর্তী ২-৩ দিনে তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

পশ্চিমী ঝঞ্ঝা ও বিপরীত ঘূর্ণাবর্তের জেরেই দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিতে চলেছে শীত।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Kolkata, #Weather forecast

আরো দেখুন