দেশ বিভাগে ফিরে যান

ঠিক যেন উলঙ্গ রাজার সিক্যুয়েল, জলপাইগুড়ির ছাত্রীর প্রশ্নবাণে ঘায়েল মোদী!

January 28, 2023 | < 1 min read

পরিস্থিতি ঠিক যেন কবি হয়ে উলঙ্গ রাজার সিক্যুয়েল লিখে দিয়ে বেরিয়ে গেলেন। স্কুলপড়ুয়া এক বঙ্গতনয়ার প্রশ্নবাণে রীতিমতো ল্যাজেগোবরে হলেন মোদী। গত কয়েক বছর ধরেই মোদী ‘পরীক্ষা পে চর্চা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করেন। সেখানে তিনি পরীক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের নানান রকম পরামর্শ দেন। শুক্রবার দিল্লির তালকাটোরা ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত ‘পরীক্ষা পে চর্চা’-য় জলপাইগুড়ির বাসিন্দা একাদশ শ্রেণির ছাত্রী অষ্টমী সেন মোদীকে প্রশ্ন করে বসেন। অষ্টমী জানতে চান, সংবাদমাধ্যম ও বিরোধীদের সমালোচনা কীভাবে সামলান প্রধানমন্ত্রী। খানিকটা পার্থের বাইশ গজে ম্যাগ্রার বাউংসারের মতো প্রশ্নের জবাবে বিব্রত হন মোদী। জবাব দেন, ‘এটা সিলেবাসে নেই (বাংলায় তর্জমা করা হল)।’ অপ্রস্তুত পরিস্থিতি সামলে নিয়ে বলে ওঠেন সমালোচনাই হচ্ছে গণতন্ত্রের শুদ্ধিযজ্ঞ।

যদিও জানা গিয়েছে, প্রশ্নটির জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন মোদী। পরীক্ষা পে চর্চার জন্য গোটা দেশের পড়ুয়ারা প্রায় ২০ লক্ষ প্রশ্ন জমা দিয়েছিলেন। সেই বিপুল সংখ্যক প্রশ্ন থেকে বাছাই করা কয়েকটির জবাব দেন মোদী। পরীক্ষা পে চর্চার জন্য গত ডিসেম্বর মাসে ইমেলে মারফত প্রশ্নটি পাঠিয়েছিল অষ্টমী। ২২ জানুয়ারি সরকারের তরফে জানানো হয়, দক্ষিণ সিকিমের রঙ্গিতনগরের ডিএভি পাবলিক স্কুলের পড়ুয়া অষ্টমীর প্রশ্নটি নির্বাচিত হয়েছে। এরপর সরকারি আধিকারিকরা প্রশ্নটি ভিডিও রেকর্ড করে নিয়ে যান। জলপাইগুড়ির সাতখুরার সিপাহিপাড়ার বাসিন্দা সেন পরিবার কর্মসূত্রে এখন সিকিম নিবাসী।

TwitterFacebookWhatsAppEmailShare

#student, #jalpaiguri, #PM Modi

আরো দেখুন