দেশ বিভাগে ফিরে যান

‘সনাতন ধর্মই ভারতের জাতীয় ধর্ম’, হিন্দুত্বের অস্ত্রে শান দিতে শুরু করেছে বিজেপি?

January 29, 2023 | < 1 min read

আর কোনও রাখ-ঢাক নয়, আগামী লোকসভা নির্বাচনের আগে খোলাখুলি হিন্দুত্বের অস্ত্রে শান দিতে শুরু করল বিজেপি। সেই লক্ষ্যেই এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দাবি, হিন্দু সনাতন ধর্মই ভারতের জাতীয় ধর্ম। তাকে সম্মান করতে হবে সব নাগরিককেই।

যোগীর এই মন্তব্যে প্রচ্ছন্ন হুমকি দেখছে কংগ্রেস। রাজস্থানের ভিনমলে একটি মন্দিরে নীলকণ্ঠ মহাদেবের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, সনাতন ধর্ম ভারতের রাষ্ট্রীয় ধর্ম। আমাদের সবাইকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এই রাষ্ট্রীয় ধর্মের সঙ্গে যুক্ত হতে হবে। আমরা যখন জাতীয় ধর্মের সঙ্গে একাত্মবোধ করি তখন আমাদের দেশও সুরক্ষিত থাকে।” যোগীর বক্তব্য, আজ ৫০০ বছরের লড়াইয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সৌজন্যে অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে। এই রাম মন্দিরকে ভারতের রাষ্ট্রীয় মন্দির বলেও দাবি করেছেন যোগী!

যোগীর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে কংগ্রেস। দলের নেতা উদিত রাজের টুইট, ‘মুখ্যমন্ত্রী যোগী বলছেন সনাতন ধর্ম ভারতের জাতীয় ধর্ম। এর অর্থ শিখ, জৈন, বুদ্ধ, খ্রিস্টান ও ইসলামের মতো অন্য ধর্মগুলি খতম।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Hindu extremists, #Loksabha Election 2024, #Loksabha 2024, #Agenda, #Hindu, #yogi adityanath, #bjp, #politics

আরো দেখুন