খেলা বিভাগে ফিরে যান

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে ভুটানকে এক ডজন গোল ভারতের

February 3, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলের উদ্বোধনী ম্যাচ। মুখোমুখি হয় ভারত ও ভুটান।

২৯ মিনিটে ও ৩৬ মিনিটের মাথায় প্রথম দুটি গোল করেন ভারতের হয়ে অপর্ণা নার্জারি। ৪৩ মিনিটে নিতু তৃতীয় গোল করে ৩-০ এগিয়ে দেন দলকে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ভারতের হয়ে চতুর্থ গোল করেন মেসার্স নেহা। দ্বিতীয়ার্ধে ৪-০ খেলতে নামে ভারতের মেয়েরা। আরও আত্মবিশ্বাসী দেখাচ্ছিল সকলকে।

দ্বিতীয়ার্ধে ভারত করে ৮টি গোল। গোটা ম্যাচে ভারতের হয়ে হ্যাটট্রিক করেছেন নেহা(৪৭মি, ৫৫মি, ৯০মি), অনিতা (৫০মি, ৬৯মি, ৭৮মি) ও লিন্ডা(৬১মি, ৬৩ মি, ৭৫মি)। জোড়া গোল করেন অপর্ণা নাজারি ও একটি গোল করেন নিতু।

পুরো ম্যাচ ভুটানকে আক্রমণ করে গেছে ভারতের মেয়েরা। ভুটানের রক্ষণ পুরোপুরি বিধ্বস্ত দেখাচ্ছিল। মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল প্রতিযোগিতায় অন্যতম দাবিদার ভারতের মেয়েরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Under 20, #12 goals, #India, #Bhutan, #Football, #Saff women's cup

আরো দেখুন