দেশ বিভাগে ফিরে যান

বেকারত্ব ঘোচাতে যুবকদের পানের দোকান দেওয়ার দাওয়াই সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের

February 7, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে ডাহা ফেল মোদী সরকার। দিন যত এগোচ্ছে দেশজুড়ে তত বাড়ছে বেকারত্ব। এবার যুবসমাজের জন্যে নয়া দাওয়াই দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। সঙ্ঘ প্রধানের মত, চাকরির পিছনে ছোটা বন্ধ করে, যা পাওয়া যায় তাই করা উচিত যুবসমাজের। তাঁর মতে, দেশে নাকি শ্রমিকদের যোগ্য মর্যাদা দেওয়া হয় না। এটাই নাকি বেকারত্বের অন্যতম কারণ।

মুম্বইয়ে রবীন্দ্র নাট্য মন্দিরে আয়োজিত সন্ত শিরোমণি রবিদাসের ৬৪৭তম জন্ম বার্ষিকীর অনুষ্ঠানে আরএসএস প্রধানের বক্তব্যে কর্মসংস্থান থেকে জাতিভেদের প্রসঙ্গ উঠে এসেছে। বেকারত্ব প্রসঙ্গে বলতে গিয়ে সঙ্ঘের প্রধান মোহন ভাগবত চাকরির পিছনে না ছোটার পরামর্শ দেন। ভাগবত বলেন, সকলেই চাকরির পিছনে ছোটেন। এরপরই মোহন ভাগবত দাওয়াই দেন, পানের দোকান দেওয়ার। বলেন, হোটেলে থালা-বাসন ধোয়ার কাজ করা এক যুবক স্বল্প পুঁজি নিয়ে পানের দোকান খুলে লক্ষাধিক টাকা উপার্জন করতে পারেন। আরএসএস প্রধানের দাবি, আজও নাকি দেশের একটা বড় অংশের কৃষক ভাল রোজগার করা সত্ত্বেও বিয়ের জন্য পাত্রী পান না। ভাগবতের এই মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির।

TwitterFacebookWhatsAppEmailShare

#employment, #RSS, #mohan bhagwat, #pan shop

আরো দেখুন