অস্বস্তিতে BJP, মোদী সরকারের বিরুদ্ধে পথে নামবে খোদ সঙ্ঘের শ্রমিক শাখা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরও অস্বস্তি বাড়তে চলেছে মোদী সরকারের? আগামীকাল অর্থাৎ শুক্রবার হরিয়ানার কুরুক্ষেত্রে তিন দিনের জাতীয় কর্মসমিতির বৈঠকে বসছে সঙ্ঘের শ্রমিক শাখা ভারতীয় মজদুর সঙ্ঘ। শোনা যাচ্ছে, উক্ত বৈঠকের পর ভারতীয় মজদুর সঙ্ঘ মোদী সরকার বিরোধী আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে পারে। সাম্প্রতিক সাধারণ বাজেটে ইপিএফ পেনশন গ্রাহকদের জন্যে কোনওরকম ব্যবস্থা রাখেনি মোদী সরকার। যা নিয়ে ইতিমধ্যেই মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে ভারতীয় মজদুর সঙ্ঘ। খবর মিলেছে, ইপিএফ পেনশন বৃদ্ধির দাবিতেই দেশব্যাপী একাধিক আন্দোলন কর্মসূচি নিতে চলেছে ভারতীয় মজদুর সঙ্ঘ। মোদী-বিরোধী অন্য ইস্যুতেও আন্দোলনে নামবেন তারা।
শ্রমিক সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রবীন্দ্র হিমতে এক বহুল প্রচলিত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাদের একাধিক ইস্যু রয়েছে। ন্যাশনাল এগজিকিউটিভ মিটিংয়ে বিএমএস সে’সব বিষয়ে আলোচনা করবে। তারপর পরবর্তী পদক্ষেপ করবেন তারা। আন্দোলন কর্মসূচিও ঘোষণা করবে বিএমএস।
উল্লেখ্য, প্রতি ছয় মাস অন্তর ভারতীয় মজদুর সঙ্ঘ জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকে। কিন্তু ওয়াকিবহাল মহলের মতে, এবারের বৈঠকের আলাদা তাৎপর্য রয়েছে। দেশের নয় রাজ্যের বিধানসভা নির্বাচন চলবে বছরজুড়ে। বছর ঘুরলেই লোকসভার লড়াই। এহেন পরিস্থিতিতে খোদ সঙ্ঘেরই শ্রমিক সংগঠন মোদী-বিরোধী আন্দোলনে নামলে তা গেরুয়া শিবিরের বিড়ম্বনা বাড়াবে। ভোটবাক্সে এর প্রভাব পড়বে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষক মহল।