খেলা বিভাগে ফিরে যান

ইডেনে স্বপ্নভঙ্গ বাংলার, ইনিংসে হারের লজ্জা থেকে রেহাই কোনওক্রমে

February 19, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তেত্রিশ বছর কাটল! স্বপ্ন আজও অধরা। ক্রিকেটের নন্দনকাননে ৯ উইকেটে বাংলাকে হারিয়ে রঞ্জি জিতে নিল জয়দেব উনাদকাটের সৌরাষ্ট্র। ১ দিন বাকি থাকতেই রঞ্জি জয় সৌরাষ্ট্রর। বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি বলেছিলেন, একপেশে ম্যাচে সৌরাষ্ট্রকে হারাবেন তাঁরা। ভবিষ্যৎবাণী সত্যি হল বটে কিন্তু বুমেরাং হয়ে সত্যি হল। গত চারদিন ইডেনে একপেশে ম্যাচে বাংলাকে একটু একটু করে হারতে দেখলেন ক্রিকেটপ্রেমীরা। ২০১৯-২০ মরশুমে রাজকোটে গিয়ে সৌরাষ্ট্রের কাছে হেরেছিল বাংলা। এবার সুযোগ ছিল বদলা নেওয়ার। কিন্তু না, তা হল না। আজ, রবিবার দ্বিতীয় ইনিংসে বাংলা ২৪১ রানে গুটিয়ে গেল। সৌরাষ্ট্রর সামনে লক্ষ্য মাত্র ১২ রানের। এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেল সৌরাষ্ট্র। ৯ উইকেটে বাংলাকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য রঞ্জি চ্যাম্পিয়ন হল সৌরাষ্ট্র।

এদিন ১৭.৪ ওভারে শেষ ৬ উইকেট হারায় বাংলা। দ্বিতীয় ইনিংসের শুরুতেও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল বাংলা। শনিবার ৪৭/৩-এ ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলেন সুমন্ত গুপ্ত, অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ ঘরামিরা। পাল্টা লড়াই শুরু করেন অনুষ্টুপ মজুমদার, ৬১ রান করেন তিনি। অধিনায়ক মনোজ তিওয়ারি ৫৭ রান করে অপরাজিত ছিলেন। চতুর্থ উইকেটে ৯৯ রানের পার্টনারশিপ গড়েন দু’জন। কিন্তু রবিবার সকাল হতেই বাংলার স্বপ্নভঙ্গের শুরু। একে একে ফিরলেন মনোজ তিওয়ারি, অভিষেক পোড়েল, আকাশ দীপ, আকাশ ঘটক, ঈশান পোড়েল, মুকেশ কুমাররা। সৌরাষ্ট্রের বোলারদের মধ্যে জয়দেব উনাদকট ৬ উইকেট নেন। ৩টি উইকেট পেয়েছেন চেতন সাকারিয়ার। এদিন প্রথম সেশনেই জয় ছিনিয়ে নেয় সৌরাষ্ট্র। ২.৪ ওভারে জয় গোহিলের উইকেট হারিয়ে তুলে নেয় প্রয়োজনীয় রান।

TwitterFacebookWhatsAppEmailShare

#Saurashtra, #Ranji Trophy, #Bengal vs saurashtra, #Bengal

আরো দেখুন