চিরনিদ্রায় ‘পাণ্ডব গোয়েন্দা’-র স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একে একে শেষ হয়ে যাচ্ছে বাঙালির ছেলেবেলা। আজ শুক্রবার সকাল ১১টা ১০ মিনিটে প্রয়াত হলেন সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর।
দীর্ঘদিন ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন। তবে কলম থামেনি। জানা গিয়েছে, স্ট্রোক হয়েছিল প্রয়াত লেখকের। হাওড়ার একটি নার্সিং হোম তাঁর চিকিৎসা চলছিল, সেখানেই প্রয়াত হন তিনি। ১৯৪১ সালের ৯ মার্চ তাঁর জন্ম হয়েছিল। পাণ্ডব গোয়েন্দা সিরিজ তাঁর অনবদ্য সৃষ্টি। যার সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ ও ভালোবাসা। ১৯৮১ সালে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় প্রথম গোয়েন্দাবাহিনী লেখা আরম্ভ করেন। হাওড়ার বাসিন্দা পাঁচটি স্কুল-পড়ুয়া ছেলেমেয়ে- বাবলু, বিলু, ভোম্বল, বাচ্চু আর বিচ্চু- এবং তাদের পোষ্য কানা কুকুর পঞ্চু- এদের নিয়েই পাণ্ডব গোয়েন্দার কাহিনী। প্রথমে ছোটোগল্প, তারপর খুদে গোয়েন্দাদের নিয়ে লিখেছেন উপন্যাস। তাদের নিয়ে, প্রকাশিত হয়েছে তিরিশটিরও বেশি বই। শুকতারা, আনন্দমেলার পাতায় পাণ্ডব গোয়েন্দা কাহিনী মানেই বাঙালির ছেলেবেলা। এছাড়াও অজস্র উপন্যাস, গল্প, ছোট গল্প লিখেছেন প্রয়াত সাহিত্যিক।