খেলা বিভাগে ফিরে যান

শামিকে লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি, মোদীরাজ্যে দর্শকদের আচরণে বিতর্ক

March 11, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আমেদাবাদ টেস্ট ঘিরে নতুন বিতর্ক। মোদীরাজ্যে দর্শকদের একাংশের আচরণে বিতর্কের ঝড় উঠেছে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হয়েছে চতুর্থ তথা শেষ টেস্ট। সেই দিনই ঘটে এই ঘটনা। ফিল্ডিং করতে নামার আগে বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে ছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। ছিলেন বাংলার পেসার শামিও। ঠিক সেই সময়ই গ্যালারি থেকে কয়েক জন দর্শক ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন। শামির নাম করেই বেশ কয়েকজন চিৎকার করতে থাকেন। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দানা বাঁধে বিতর্ক।

যদিও শামি বা ভারতীয় দলের অন্য ক্রিকেটাররা অবশ্য কোনও প্রতিক্রিয়া দেখাননি। শুধু সূর্যকুমার যাদবকে দেখা যায় হাত জোড় করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়া দর্শকদের চুপ করার অনুরোধ করতে। ভারতের বাকি ক্রিকেটাররা গ্যালারির দিকে ফিরেও তাকাননি সে সময়। উল্লেখ্য, সে দিন সেই সময় স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে নিয়ে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দর্শকদের এই আচরণের নিন্দা করেছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi stadium, #md shami, #jai Sriram slogan, #Cricket, #gujarat

আরো দেখুন