দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য সুখবর, জঙ্গলে নিশিযাপনের উদ্যোগ বনদপ্তরের

March 20, 2023 | < 1 min read

প্রতিকী ছবি। সৌজন্যে: Heidi Long

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অ্যাডভেঞ্চারপ্রেমী পর্যটকদের জন্য সুবর্ণ সুযোগ। জঙ্গলে অ্যাডভেঞ্চারের নতুন উদ্যোগ নিচ্ছে বনদপ্তর। আগামী এপ্রিল থেকে বাংলার বনাঞ্চলগুলির কোর জোনের ওয়াচ টাওয়ারগুলোতে রাত কাটাতে পারবেন পর্যটকরা। সুন্দরবন, গোরুমারা থেকে জলদাপাড়া জাতীয় উদ্যান ও বক্সা ব্যাঘ্র প্রকল্পসহ রাজ্যের সমস্ত বনাঞ্চলের ওয়াচ টাওয়ারে পর্যটকরা এই সুযোগ পাবেন। তবে একটি ওয়াচ টাওয়ারে ছ’জনের বেশি পর্যটক রাতে থাকতে পারবেন না। গোটা দেশের মধ্যে বাংলায় প্রথম বনদপ্তরের উদ্যোগে এই ব্যবস্থা চালু হতে যাচ্ছে। এখন জোরকদমে ওয়াচ টাওয়ারগুলি মেরামতের কাজ চলছে। বেশি করে পর্যটক টানতেই এই নয়া উদ্যোগ নেওয়া হয়েছে।

রাতের জঙ্গল, যারা উপভোগ করতে চান এবং ভালবাসেন, তারা বনদপ্তরের এ উদ্যোগে খুশি। পর্যটকরা রাতে জঙ্গলের মধ্যে বন্যপ্রাণীও দেখতে পারবেন। যদিও বনদপ্তর তরফে খবর ওয়াচ টাওয়ারে রাত কাটানোর জন্য পর্যটকদের মাথাপিছু কত ভাড়া দিতে হবে, তা এখনও ঠিক হয়নি। ওয়াচ টাওয়ারে থাকার জন্য পর্যটকরা বাইরে থেকে কোনও খাবার নিয়ে যেতে পারবেন না। ওয়াচ টাওয়ারে বনকর্মীদের রান্না করা খাবার খেতে হবে পর্যটকদের। ওয়াচ টাওয়ারগুলিতে রান্নাঘর তৈরির কাজও চলছে। রাতে ওয়াচ টাওয়ারে থাকার জন্য পর্যটকদের বনদপ্তরের কঠোর বিধিনিষেধ মেনে চলতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#forest department, #Adventure Tourism, #Watch Tower, #Adventure

আরো দেখুন