বিনোদন বিভাগে ফিরে যান

বলিউডের ফের শোকের ছায়া, প্রয়াত পরিণীতার পরিচালক প্রদীপ সরকার

March 24, 2023 | < 1 min read

ছবি: প্রদীপ সরকার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বলিউডের ফের শোকের ছায়া। ২৪ মার্চ ভোররাতে সাড়ে তিনটে নাগাদ প্রয়াত হলেন পরিচালক প্রদীপ সরকার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন পরিচালক। তাঁর ডায়ালেসিস চলছিল। রক্তে পটাশিয়ামের মাত্রা বিপুল হারে কমছিল বলে জানা গিয়েছে। রাত তিনটে নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হল না। আজ বিকেল চারটে নাগাদ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

বিদ্যা বালান ও সইফ আলি খান অভিনীত পরিণীতা ছিল, প্রদীপবাবুর পরিচালনা জীবনের অন্যতম মাইলফলক। ২০০৫ সালে এই পরিণীতা ছবি থেকেই পরিচালনায় হাতেখড়ি তাঁর। রানি মুখোপাধ্যায় থেকে কাজল সকলের সঙ্গেই কাজ করেছেন তিনি। মর্দানি, লাগা চুনরি মে দাগে, লাফাংগে পরিন্দে, হেলিকপ্টার এলার মতো ছবিগুলো পরিচালনা করেছিলেন তিনি। বিজ্ঞাপন জগৎ সিনেমা বানাতে এসেছিলেন প্রদীপ। ধুম পিচাক ধুম, মায়েরি এবং আব কে সাওয়ানের মতো গানের ভিডিও বানিয়েছেন তিনি।
সম্প্রতি ওটিটিতেও কাজ করছিলেন তিনি। তাঁর মৃত্যুতে বলিউড শোকস্তব্ধ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bollywood, #RIP, #Pradip Sarkar, #Parineeta

আরো দেখুন