বাড়ল প্যান-আধার সংযুক্তিকরণের সময়সীমা, জরিমানাও কি বাড়ছে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলতি মাসেই শেষ হচ্ছে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা। দ্রুত সময়ের মধ্যে সংযুক্তিকরণ শেষ করতে নাজেহাল আমজনতা। ২০২২ সালের ৩১ মার্চের মধ্যে সংযুক্তিকরণ শেষ করতে নির্দেশ দিয়েছিল মোদী সরকার। সেই সময়সীমা এক বছর বাড়ানো হয়, সেই সঙ্গে জরিমানাও ধার্য করা হয়। জরিমানার অঙ্ক ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করে কেন্দ্র। জরিমানার কারণে সমালোচনার মুখে পড়েছে কেন্দ্র। এমতাবস্থায়, কেন্দ্র ফের একবার সংযুক্তিকরণের সময়সীমা বাড়াল।
জল্পনা চলছিল, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস কয়েকদিনের মধ্যেই নতুন নির্দেশিকা জারি করতে পারে। নয়া নির্দেশিকায় সংযুক্তিকরণের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে। ৩১ মার্চের পর, আরও দুই-তিন মাস মেয়াদ বাড়ানো হতে পারে। সেই জল্পনাই সত্যি হল। ৩০ জুন পর্যন্ত প্যান-আধার সংযুক্তিকরণের সময়সীমা বাড়ল। যদিও মনে করা হচ্ছে জরিমানার অঙ্ক বাড়ানো হতে পারে।
নির্দেশিকায় বলা হয়েছিল নির্দিষ্ট সময়ের মধ্যে সংযুক্তিকরণ না হলে প্যান কার্ডের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। কার্ড দুটির সংযুক্তিকরণ না হলে, আইটি রিটার্ন ফাইল করা যাবে না। ফলে আয়করদাতাদের ভুগতে হবে। তাই তড়িঘড়ি সকলেই সংযুক্তিকরণে উঠে পড়ে লেগেছিল। ইতিমধ্যেই সংযুক্তিকরণের সময়সীমা চার দফা বাড়ানো হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে অনেকেরই এখনও সংযুক্তিকরণ হয়নি। সেই কারণেই মনে করা হচ্ছে, ফের একবার সময়সীমা বাড়ানো হল।