বিনোদন বিভাগে ফিরে যান

এপ্রিলে মুক্তি পাচ্ছে এক ঝাঁক সিরিজ, কী দেখবেন? কোথায় দেখবেন?

April 1, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিনোদনেরও বিবর্তন হয়। পাল্টে যায় মাধ্যম, সিনেমার জায়গা অনেকটাই দখল নিয়েছে সিরিজ। ট্যাব, ফোন, ল্যাপটপে সিরিজে মশগুল আট থেকে আশি। এপ্রিলে মুক্তি পাচ্ছে এক গুচ্ছ ওয়েব সিরিজ।

চলতি মাসে মুক্তি পেতে চলেছে এমন কিছু সিরিজের সন্ধান করল দৃষ্টিভঙ্গি:

ইন রিয়েল লাভ:

এটি একটি ডেটিং রিয়েলিটি শো। চারজন সিঙ্গেল কিভাবে তাদের প্রেম খুঁজবেন, তাই দেখা যাবে এখানে। অনলাইন ও অফলাইন, দু-ধরণের প্রেমই হয়ত উঠে আসবে। সঞ্চালনা করছেন রণবিজয় সিং।

স্ট্রিমিং প্ল্যাটফর্ম: নেটফ্লিক্স (স্ট্রিমিং শুরু ৬ এপ্রিল থেকে)

জুবিলি:

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হিন্দি ওটিটিতে পা রাখছেন জুবিলি সিরিজের মাধ্যমে। অদিতি রাও হায়দারি, অপারশক্তি খুরানা, ওয়ামিকা গাব্বি, সিদ্ধান্ত গুপ্ত, নন্দীশ সান্ধু এবং রাম কাপুরের মতো অভিনেতা-অভিনেত্রীরা এই সিরিজে থাকছেন। বলিউডের স্বর্ণযুগকে তুলে ধরা হয়েছে এই সিরিজটিতে।

স্ট্রিমিং প্ল্যাটফর্ম: অ্যামাজন প্রাইম ভিডিও (স্ট্রিমিং শুরু ৭ এপ্রিল থেকে)

রেনার্ভেশন:

পুরনো যানবাহন সারিয়ে তুলে বিশ্বজুড়ে বেড়ানোর গল্প বলবে এই সিরিজ। সিরিজে বলিউড অভিনেতা অনিল কাপুরকেও দেখা যাবে।

স্ট্রিমিং প্ল্যাটফর্ম: ডিজনি+ হটস্টার ( স্ট্রিমিং শুরু ১২ এপ্রিল থেকে)

দ্য মার্ভেলাস মিসেস মিশেল সিজন ফাইভ:

সিরিজের ফাইনলে সিজন এটি। এই সিজনে কি দীর্ঘ প্রতীক্ষিত সাফল্যের কাছাকাছি পৌঁছতে পারবেন মিসেস মিশেল? জানা যাবে স্ট্রিমিং শুরু হলে।

স্ট্রিমিং প্ল্যাটফর্ম: অ্যামাজন প্রাইম ভিডিও (স্ট্রিমিং শুরু ১৪ এপ্রিল থেকে)

মিসেস আন্ডারকভার:

এক গৃহ বধূর আন্ডারকভার এজেন্ট হয়ে ওঠার গল্প মিসেস আন্ডারকভার। নাম ভূমিকায় থাকছেন রাধিকা আপ্তে। তিনি কীভাবে সিরিয়াল কিলারকে জব্দ করবেন, তা দেখতে সিরিজটি দেখতেই হবে। সিরিজে থাকছেন সাহেব চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, লাবনী সরকার প্রমুখ।

স্ট্রিমিং প্ল্যাটফর্ম: জি ফাইভ ( স্ট্রিমিং শুরু ১৪ এপ্রিল থেকে)

টুথ পরী: হোয়েন লাভ বাইটস:

মানুষ আর ভ্যাম্পায়ারের প্রেম নিয়ে ফ্যান্টাসি থ্রিলার হল টুথ পরী। শান্তনু মহেশ্বরী দন্ত চিকিৎসকের ভূমিকায় অভিনয় করছেন, তনয়া হলেন ভ্যাম্পায়ার। কেমন করে একে অপরের প্রেমে পড়লেন তারা?

স্ট্রিমিং প্ল্যাটফর্ম: নেটফ্লিক্স ( স্ট্রিমিং শুরু ২০ এপ্রিল থেকে)

ইন্ডিয়ান ম্যাচমেকিং সিজন থ্রি:

সীমা আন্টি কী কী কান্ড-কারখানা ঘটনা তাই দেখবেন দর্শক। লন্ডন থেকে দিল্লি, মায়ামী থেকে নিউ ইয়র্ক; সিঙ্গেলদের জন্য রাজযোটক সঙ্গী খুঁজতে কী করবে তিনি।

স্ট্রিমিং প্ল্যাটফর্ম: নেটফ্লিক্স ( স্ট্রিমিং শুরু ২১ এপ্রিল থেকে)

সিটাডেল:

এপ্রিলের অন্যতম সেরা সিরিজ হতে চলেছে এটি। বহুদিন ধরে দর্শক অধীর আগ্রহে সিটাডেলের মুক্তির অপেক্ষায়। সিরিজের ট্রেলারে প্রিয়াঙ্কা চোপড়া আলাদা করে নজর কেড়েছেন। ছয় পর্বের স্পাই ড্রামায় রয়েছে ভরপুর অ্যাকশন। গুপ্তচর সংস্থা সিটাডেল দুই সিক্রেট এজেন্টের কাহিনী বলবে সিরিজটি।

স্ট্রিমিং প্ল্যাটফর্ম: অ্যামাজন প্রাইম ভিডিও ( স্ট্রিমিং শুরু ২৮ এপ্রিল থেকে)

TwitterFacebookWhatsAppEmailShare

#Netflix, #WebSeries, #hotstar, #amazon prime, #zee5

আরো দেখুন