রাজ্য বিভাগে ফিরে যান

আজও রাজ্যে ঝড়-বৃষ্টি, কয়েকটি জেলায় হতে পারে শিলা বৃষ্টি

April 2, 2023 | < 1 min read

রাজ্যজুড়ে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস , ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রাজ্যের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩২ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকে আকাশে রোদের দেখা মিলবে। মাঝে মাঝে আংশিক মেঘলা থাকবে। বিকালের পর বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা আছে। হাওয়া অফিস এর পূর্বাভাস বলছে, আজ রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather Update, #Weather, #Weather forecast

আরো দেখুন