দেশ বিভাগে ফিরে যান

বাদ মোঘল ইতিহাস! শিক্ষায় গেরুয়াকরণের অভিযোগ মোদী সরকারের বিরুদ্ধে

April 4, 2023 | 2 min read

নামে মোঘল ছোঁয়া পেলেই হল, সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে সে’সব।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদী আমলে দেশজুড়ে চলছে ইতিহাস বদলে ফেলার পালা। মোদী সরকারের বিরুদ্ধে ইতিহাস বদলে ফেলার অভিযোগ নতুন নয়। পাল্টে যাচ্ছে নাম, রাস্তা থেকে জনপদ, রেল স্টেশন থেকে উদ্যান রেহাই পাচ্ছে না কিছুই! নামে মোঘল ছোঁয়া পেলেই হল, সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে সে’সব। এবার আর এক ধাপ এগিয়ে কেন্দ্রীয় স্কুল সিলেবাস থেকেই মোঘল ইতিহাস বাদ পড়ল। দ্বাদশ শ্রেণির ইতিহাস বই থেকে ‘কিংস অ্যান্ড ক্রনিকলস: দ্য মোগল কোর্টস’ শীর্ষক অধ্যায়টি সরিয়ে ফেলা হচ্ছে। কেন্দ্রচালিত বিদ্যালয়, আর্মি স্কুল, সেন্ট্রাল স্কুলসহ সিবিএসই অনুমোদিত স্কুলগুলির দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে আর পড়ানো হবে না সে সময়ের ইতিহাস। ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইতিহাস বই থেকেই মোঘলদের ইতিহাস বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে এই সিলেবাস চালু হতে চলেছে।

নতুন জাতীয় শিক্ষানীতি বাস্তবায়িত করার আগেই সিলেবাস বদলে ফেলতে চাইছে মোদী সরকার। কেবল ইতিহাস নয়, ইতিহাসের পাশাপাশি সমাজবিজ্ঞান, হিন্দি সাহিত্যের বই থেকে বেশ কিছু অধ্যায় বাদ পড়তে চলেছে। সাফ কথায়, গেরুয়া মতাদর্শের বিরোধী বিষয়গুলোকে সরিয়ে ফেলা হচ্ছে। বিশ্ব রাজনীতিতে মার্কিন প্রভাব সংক্রান্ত অধ্যায় সমাজবিজ্ঞান বই থেকে বাদ যাচ্ছে। কোল্ড ওয়ার সংক্রান্ত ইতিহাসও বাদ পড়ছে। স্বাধীনতার পর ভারতের রাজনীতি সংক্রান্ত পরিচ্ছদ থাকবে না। একাদশ শ্রেণির সিলেবাসে সেন্ট্রাল ইসলামিক ল্যান্ডস সংক্রান্ত অধ্যায়ও রাখা হবে না। দশম ও একাদশ শ্রেণির সিলেবাসে থাকা গণতন্ত্র ও বৈচিত্র্য বাদ পড়তে চলেছে। কেবল বাদ নয়, বিজেপি ইতিহাস বদলেও দিয়েছে একাধিকবার। বলা ভাল বিকৃতি ঘটিয়েছে। একদা বিজেপি শাসিত রাজস্থানের ইতিহাস বইতে লেখা হয়েছিল, হলদিঘাটের যুদ্ধে রাণা প্রতাপই আসলে বিজয়ী হয়েছিলেন। ইতিহাসবিদরা বলছেন, বিজেপি জাতীয়স্তরেই এ জিনিস ঘটাতে চাইছেন। প্রশ্ন উঠছে, বিজেপি সরকার কি মোঘল ইতিহাস মুছে ফেলতে চাইছে?

TwitterFacebookWhatsAppEmailShare

#Uttar Pradesh, #yogi adityanath, #Yogi Government, #text books, #Mughal history, #Mughals, #Mughal Empire

আরো দেখুন