জামাইষষ্ঠীতে বাংলা জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, কতদিন চলবে?
May 25, 2023 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জামাইষষ্ঠীর দুপুরের ভ্যাপসা গরমের কষ্ট কমতে পারে। জামাইদের স্বস্তি দিয়ে রাজ্য জুড়ে নামতে পারে ঝড়বৃষ্টি। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ বৃহস্পতিবার ঝড়বৃষ্টির পরিমান অনেকটাই বেশি হতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই হতে পারে ঝড়বৃষ্টি। চলতে পারে শুক্র ও শনিবারেও।
কলকাতাতেও শনিবার পর্যন্ত থাকছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। আপাতত ৩ থেকে ৪ দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ঝড়বৃষ্টি চলতে পারে ২৫ ও ২৬ তারিখ পর্যন্ত।